সোহেল আহমদ চৌধুরী বার্মিংহাম প্রতিনিধি:- নতুন যুগের সূচনায় ডিজিটেল দুনিয়ায় আস্তে আস্তে নতুন প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা । যুক্তরাজ্যে আগত আমাদের পুর্বপুরুষদের বেশীর ভাগের ইংরেজীতে দক্ষতা ছিল না । কিন্তু বেশীর লোকের বাংলাতে কথা বলা লেখাতে ভালই দক্ষতা ছিল। সাড়া দিন নানা প্রতিকুল অবস্হার মধ্যে কাজ করে ঘরে এসে পরিবার বন্ধু-বান্ধব রুমমেটদের সাথে প্রাণ খোলে বাংলায় সবাই কথা বলতেন।কালের পরিক্রমায় বাঙালির প্রিয় বাংলা মাতৃ ভাষা আজ হুমকির মুখে।
দুই বাংলার প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলাভাষা চর্চার বা শেখার অনীহা দেখে । কি ভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষাকে জনপ্রিয় করা ।তাঁদের বাংলা ভাষায় কথা বলতে আগ্রহী করা যায় এমন চিন্তা নিয়ে বাঙালি মানুষের নতুন প্রজন্মের ছোট বড় সবার সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য আন্তর্জাতিক শিক্ষা প্রতিস্টান “এডুগ্লোবাল” যুক্তরাজ্যে চালু করল তাঁদের নতুন ডিজিটাল কোর্স হোম ল্যাঙ্গুয়েজ।এটি এমন একটি কোর্স যা শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্কদের মাতৃ ভাষার দক্ষতা বিকাশে সহায়তা করবে।
“এডুগ্লোবাল” এর ডিরেক্টর স্বাতী চক্রবর্তী ও ডিরেক্টর সায়ন্তন দাস অধিকারী এডুগ্লোবালের বিভিন্ন কোর্সের কথা বিশদভাবে ব্যাখ্য করেন।যারা এখন পর্যন্ত নিজেদের মাতৃ ভাষা শেখার পর্যাপ্ত সুযোগ লাভ করে উঠতে পারেননি সেই সমস্ত শিক্ষার্থীদের কথা ভেবে কোর্সের তিনটি স্তর করা হইয়াছে যথাক্রমেঃ বেসিক , কমফোর্ট, এবং স্মার্ট । এই তিন স্তরের কোর্সের ভিন্নতা অনুযায়ী ৩ মাস , ৬ মাস ও ১২ মাসে ভাগ করা হবে ।সপ্তাহান্তের এই ক্লাসগুলোর দায়িত্বে থাকবেন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকবৃন্দ।
চ্যানেল এস টিভির আয়োজনে স্হানীয় এম,টি ক্যাটারিং এর হলে ।বার্মিংহাম মিডল্যাডের ব্যুরো প্রধান আতিকুর রহমানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় ।কমিউনিটি নেতৃবেন্দের মধ্যে উপস্হিত ছিলেন সিনিয়ার কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এম, বি, ই । তফাজ্জুল হোসেন চৌধুরী , কমরেড মসুদ আহমেদ , ফয়েজ উদ্দিন এম, বি, ই, বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ, নাসির উদ্দিন হেলাল, মোহাম্মদ সানু, কবির উদ্দিন , মোহাম্মদ আশরাফ, জেমস রায় , জলিল আহমদ , কায়সারুল ইসলাম সুমন , সৈয়দ শহীদ আলী, ওবায়দুল হক খোকন প্রমুখ।
উপস্হিত কমিউনিটি নেতৃবেন্দ ও লন্ডন থেকে আগত অতিথি বৃন্দ দীর্ঘ আলোচনা শেষে কি ভাবে আমাদের দুই বাংলার প্রবাসি নতুন প্রজন্মের সকল বয়সি মানুষকে মাতৃ ভাষা বাংলা শেখার ব্যাপারে উৎসাহিত করা ।নানা পদ্ধতিতে ঘরে মা বাবা ভাই বোনদের সাথে বাংলা কথা বলা।আমাদের প্রথম প্রজন্মের মানুষ ঘরে এসে পরিবারের সবার সাথে প্রাণ খোলে বাংলায় কথা বলেছেন ।দ্বিতীয় প্রজন্মের সবাই ওদের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যদের সাথে বাংলায় কথা বলেছে। দেশে আত্মীয় স্বজনদের সাথে ফোনে বাংলায় কথা বলেছে।তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ওরা সবাই এ দেশে জন্ম।ওদের মা বাবাদেরও জন্ম যুক্তরাজ্যে ওরা নিজেদের মধ্যে ইংরেজীতে কথা বলে অভ্যস্ত ইংরেজী ।ওদের মাতৃ ভাষা ইংরেজী।
নতুন প্রজন্মের ছেলে মেয়েরা ইংরেজীতে কথা বলে স্বাচ্ছন্দ্যে বোধ করে।বাঙালি তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সকল বয়সের ছেলে মেয়ে ও প্রাপ্তবয়স্ক মানুষ এক সময় ভুলে যায় বাংলা ভাষা ওদের ভাষা , বাপ দাদার মাতৃ ভাষা। ভিনদেশী ভাষার আধিপত্যে নানা ডিজিটেল প্রগ্রাম চলচিত্র নাটক ড্রামা নানা পারিপার্শ্বিক চাপে আমাদের নতুন প্রজন্মের বাংলা মাতৃ ভাষার প্রতি উদাসীনতার কারণে চতুর্থ ও আগামী প্রজন্মের কাছে কতটুকু বাংলা মাতৃ ভাষার চর্চা বা বাংলা ভাষার প্রতি অগাধ ভালবাসা টিকে থাকবে সেটা আজকের বড় প্রশ্ন।