বার্মিংহাম থেকে নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্বীর্যের মাধ্যমে পবিত্র শবে বরাত উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহাম লজেলস উইলস্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার সমস্ত দিন ও রাতব্যপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্টিত সম্পন্ন হয়েছে এ মুবারক মাহফিল।
মাহফিলে সভাপতিত্ব করেন অত্র সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আব্দুল গফুর। উক্ত মাহফিলে আলোচনা পেশ করেন- লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের অন্যতম ফাউন্ডার মেম্বার আলেমেদ্বীন হযরত মাওলানা রুকনুদ্দীন আহমদ, লজেলস বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মাসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী ও অত্র সেন্টারের শিক্ষক ক্বারী মোজাম্মিল আলী।
মাহফিলে বক্তাগন বলেন- মহিমান্বিত ও বরকতময় রজনী হচ্ছে পবিত্র শবে বরাত। এ রাতের অশেষ ফজিলত রয়েছে। শবেবরাত মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ উপহার। তাই এ রাত সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। রাতটি ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাতে হবে।
সাহাবি হজরত মুআজ ইবনে জাবাল (রা.) সূত্রে বর্ণিত- হজরত রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহতায়ালা সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ আজির উদ্দিন (আবদাল), আজাদ খান, হাজী তেরা মিয়া, হাজী আব্দুল গফুর ও হাজী আব্দুল ওয়াদুদ- প্রমুখ।