1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাজ্যে ঈদের দিনও কাজ করতে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারদের - DeshBideshNews
November 28, 2024, 1:24 am
 

যুক্তরাজ্যে ঈদের দিনও কাজ করতে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারদের

  • Update Time : Sunday, June 16, 2024
  • 230 Time View
যুক্তরাজ্যে ঈদের দিনও কাজ করতে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারদের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মুসলমান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুই উৎসবের একটি ঈদুল আজহা। যা রোববার যুক্তরাজ্যে পালিত হয়েছে। কিন্তু এদিন সবাই আনন্দ ভাগাভাগি করতে পারলেও দিনটি নিরানন্দেই কাটছে যুক্তরাজ্যের রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের জন্য। কারণ নামাজ শেষেই তাদেরকে যোগ দিতে হয়েছে কাজে। কোনোমতে নামাজ শেষ করে বাসায় এসেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে চলে গেছেন কাজে। এ নিয়ে মন খারাপ অনেক কর্মীর।

যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ ও টেকওয়ের সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে বাংলাদেশের মালিকানাধীন ৯৫ শতাংশ রেস্টুরেন্ট প্রতি বছর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের দিনে বন্ধ থাকে। কিন্তু একই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকদের ৯৮ শতাংশই মুসলমান। ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ থাকলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় খোলা রাখা হয়। ফলে রেস্টুরেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিপুল সংখ্যক বাংলাদেশি ঈদের দিন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে ঈদের দিন ‘বিশ্ব বাবা দিবস’ হওয়ায় আগে থেকে যারা ঈদের ছুটি নিয়ে রেখেছিলেন তাদের ছুটিও বাতিল হয়ে গেছে। তাই ঈদের দিনও কাজে যেতে হচ্ছে তাদের।

যুক্তরাজ্যে ঈদের দিনও কাজ করতে হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারদের

জাহেদ আহমদ নামের এক বাংলাদেশী জানান, ‘বছরে দুটি ঈদ। এই দুই দিন অন্তত রেস্টুরেন্ট বন্ধ রাখা উচিত। যেহেতু যুক্তরাজ্যে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিক মুসলিম তাই তাদের কাছে দাবি বছরের দুই ঈদে অন্তত রেস্টুরেন্ট যেনো বন্ধ রাখেন। এতে মনে হয় না ব্যবসায় তেমন কোন নেতিবাচক প্রভাব পড়বে।’

নাবিল আহমদ নামের একজন বলেন, ‘ঈদের দিনেও ছুটি পাইনি। ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরবো। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আরকি। আজকেও কাজে যেতে হচ্ছে। তাই নামাজ পড়ে এসেই কাজে যাওয়ার প্রস্তুতি নিতে হয়েছে।’

এ বিষয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক সংগঠনের নেতা ফরহাদ হোসেন টিপু বলেন, ব্রিটেনে ঈদে সরকারি ছুটি নেই। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করার জন্য কয়েক বছর ধরেই চেষ্টা চলছে। সেই দাবি বাস্তবায়ন হলে রেস্টুরেন্ট মালিকরাও ওই দিন শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ