কুয়েত প্রতিনিধি : কুয়েত আওয়ামীলীগের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ।
এ উপলক্ষ্যে কুয়েত আওয়ামীলীগের উদ্যোগে কুয়েত সিটির রাজধানী হোটেল হলরুমে ২১ শে ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌস এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুয়েত আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই ভূঁইয়া, কুয়েত আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন, কুয়েত জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দিন খোকন ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুয়েত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আব্দুস সামাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মন্ডল, কুয়েত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও দপ্তর সম্পাদক মোঃ তাজউদ্দীন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ জহিরুল ইসলাম।