মালদ্বীপ থেকে শেখ মোহাঃ সাগর আহমদ (রতন) : আজ ১৪ মার্চ ২০২২ ইংরেজী। সকাল ১০টা থেকে মালদ্বীপ Health Protection Agency (HPA) থেকে আইন জারি করা হয়েছে এখন থেকে মাস্ক ব্যবহার করা না করা সবার একান্ত ব্যক্তিগত ব্যপার।
মাস্ক না পড়ে রাস্তায় বাহির হলে পুলিশ আপনাকে কিছুই বলবে না। তবে স্কুলপড়ুয়া ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মাস্ক পড়া প্রযোয্য বলে গণ্য করা হয়েছে।
মালদ্বীপের ডাক্তাররা বলেন- মাস্ক পড়া আপনাদের সকলের জন্য নিজের সেফটি, তাই কোন কোন ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। রাস্তায় দোলা বালি/ড্রেইনের দুর্গন্ধ এড়াতে মাস্ক ব্যবহার আপনাকে নিরাপদে রাখতে পারে। নিরাপদ থাকুন, সুস্ত থাকুন।