সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : ২০১৮ সালের ২৭ সেপ্টম্বর কিছু উদ্যমী মানুষের মাধ্যমে মৌলভীবাজারবাসীর সকল সুখ দুঃখে দেশে- বিদেশে মৌলভীবাজার জেলার মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে শুধুমাত্র জেলার অধিবাসীদের নিয়ে “ভয়েস অফ মৌলভীবাজার” নামক একটি বিশাল ও জনপ্রিয় সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। মৌলভীবাজার জেলার বিভিন্ন স্বার্থসংশ্লিস্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করে যাওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য।
মৌলভীবাজারের প্রয়োজনীয় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সরকারের প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেন দরবার করা জেলার মানুষের প্রতি কোন অন্যায় হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষণ করাও এর অন্যতম লক্ষ্য। বিভিন্ন মানুষের অধিকার সময়মত আদায় করে নেওয়া এবং তাঁর সুফল জনগণের দরজা পর্যন্ত পৌঁছানোর কাজ করা মুলত সংগঠনটির মূল কাজ ও লক্ষ্য । ‘‘ভয়েস অফ মৌলবীবাজার’’ একমাত্র সংগঠন যেখানে জেলার তিনটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বড় বড় ব্যক্তিবর্গ ও নেতারা রয়েছেন। তারা একই ব্যানারের নিচে একই ছাদের নিচে, নিঃস্বার্থভাবে, খুব আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছেন।
গত রোববার লন্ডনের সুরমা সেন্টারে বিকাল ৫ঘটিকার সময় “ভয়েস অফ মৌলবীবাজার’’ কর্তৃক বৃটেনের বিভিন্ন শহরের কাউন্সিলের নব প্রজন্মের নতুন পুরাতন মৌলভীবাজারের যে সকল কৃতি সন্তানেরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তাঁদের সবাইকে এক সাথে সুরমা সেন্টারের মধ্যে বিশাল আয়োজনের মাধ্যমে বৃটেনের বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানে জড়িত মৌলভীবাজারে অন্যান্য কৃতি সন্তানদের সাথে নিয়ে সবাইকে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ভয়েস অফ মৌলভীবাজারের সম্মানিত চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমদের প্রাণবন্ত সঞ্চালনায় রোববার ৬ই নভেম্বর ক্যামডেনের ঐতিহ্যবাহী সুরমা সেন্টার হয়ে উঠে একটুকরো মৌলভীবাজার। উক্ত অনুষ্ঠানে কাউন্সিলারদের মধ্যে উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন জিলানী চৌধুরী জিবু লন্ডন, নাদিয়া শাহ লন্ডন , শাহ মিয়া লন্ডন ,জ্যোসনা ইসলাম লন্ডন, শাহানা চৌধুরী লন্ডন, আবু তালহা চৌধুরী লন্ডন, রিতা বেগম লন্ডন, জুনু মিয়া লন্ডন, মুহিব চৌধুরী লন্ডন, জেসমিন চৌধুরী কার্ডিফ, বাবলিন মল্লিক কার্ডিফ, ছালেহ আহমদ কার্ডিফ প্রমুখ ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বৃটেনের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মৌলভীবাজারের কৃতি সন্তানেরা যারা স্ব-স্ব ক্ষেত্রে বৃটেনের উজ্জল মুখ সাবেক কাউন্সিলার আব্দুল কাদির ,ভয়েস অফ মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালীন সাবেক আহবায়ক এডভোকেট হারুনুর রশিদ, যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহিদুর রহমান, যুগ্ম আহবায়ক কয়সর আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক নবাব উদ্দিন, বি সি এ এর সভাপতি আব্দুল মুনিম অ বি ই, বি সি এ, এর সেক্রেটারি ওলি খান এম বি ই, ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, কুটি মিয়া, কানাডা থেকে আগত কমিউনিটি নেতা ব্যবসায়ী ফয়সল চৌধুরী, ৬নং একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম, বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।
ভয়েস অফ মৌলভীবাজারের এক্সিকিউটিভ কমিটির ও এডমিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান কোরেশি নিপু , গোলাম মুর্তুজা, মোস্তফা সালেহ লিটন, নুর উদ্দিন নসরু, শাহজান মিয়া , আব্দুল মালিক, সিদ্দিকুর রহমান, মুজিব মিয়া সহ অনেকে। পরিশেষে উপস্হিত কাউন্সিলারদের মধ্যে ক্রেস্ট প্রদান শেষে সংগঠনের সভাপতি আতাউর রহমান মধু তাঁর সমাপনী বক্তব্যে প্রবাসে বসবাসরত সকল মৌলভীবাজারের মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে নিজের জন্মস্থানের জন্য দলমত নির্বিশেষে এক সাথে কাজ করে যাবার দৃঢ় আহবান জানান।
ভয়েস অফ মৌলভীবাজারের বিদেশ ও বৃটেনে যে সকল সদস্য আছেন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়। নিঃস্বার্থভাবে কাজ করে যাবার ও মৌলভীবাজারের মানুষের যে কোন বিপদে সবাইকে নিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। আগামীতে আবারও “ভয়েস মৌলভীবাজারের কোন কাজে বা শুভক্ষণে সবার সাথে দেখা হবে আশা রেখে সভার সমাপ্তি ঘোষনা করেন। পরিশেষে আগত অতিথিদের মধ্যে খাবার ও পানি বিতরণ করা হয় ।