1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিজয়ের কাহিনী নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর মুল সাঁকো হউক সাহিত্য ও সংস্কৃতি - DeshBideshNews
November 28, 2024, 11:42 pm
 

বিজয়ের কাহিনী নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর মুল সাঁকো হউক সাহিত্য ও সংস্কৃতি

  • Update Time : Saturday, October 22, 2022
  • 83 Time View

সোহেল আহমদ চৌধুরী বার্মিংহাম প্রতিনিধিঃ 

মিডল্যাডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকে নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

নব গঠিত এই সংগঠনটি মুলত বার্মিংহাম শহরের নানা পেশার কিছু উদ্যোমী নবীন প্রবীণ গুণি মানুষের সমন্বয়ে করা হয়েছে।অল্পদিন হয় তাঁদের যাত্রা শুরুর, এই সমাজের কাছে নতুন প্রজন্মের কাছে-আমাদের পুর্বপুরুষদের কথা , আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতির কথা ,মুক্তিযোদ্ধের কথা, আমাদের বিজয়ের কথা বাংলা সাহিত্য বইকে বুদ্ধিদীপ্তভাবে পৌছে দিতে । সমাজ থেকে সকল হীনমন্যতা সকল অন্যায় অপকর্ম দুর করার লক্ষ্যে সমাজে বিভাজন সৃস্টিকারি সকল অপশক্তিকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে । কিছু উদ্যোমী কবি বুদ্ধিজীবি লেখক ছড়াকার সাংবাদিকদের সমন্বিত উদ্যোগে আত্মপ্রকাশ করে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের বাঙালি সংস্কৃতির উর্বরভূমি খ্যাত বার্মিংহামে ।

গত মঙ্গল বার  ১৮/১০/২০২২ইং সন্ধায় বার্মিংহামের স্মলহীতের স্হানীয় একটি রেস্টুরেন্টে নব গঠিত মিডল্যাডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুস্টিত হয় কমিটির সকল সম্মানিত সদস্যদের নিয়ে। নব গঠিত সংগঠনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ছড়াকার বাংলা মেইল এর সম্পাদক সৈয়দ নাসিরের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক বিশিস্ট কবি সাহিত্যক লেখক সৈয়দ মাসুমের সঞ্চালনায় । উক্ত সভা ও আলোচনায় উপস্হিত ছিলেন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক এ টি এন বাংলা টিভির প্রতিনিধি বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডের সদস্য বদরুল আলম,  প্রচার সম্পাদক কবি মোহাম্মদ ইবাদুল ইসলাম  ফয়সল কার্যনির্বাহী  কমিটির প্রবীণ সদস্য সমাজসেবক কমরেড মসুদ আহমদ কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়ার সাংবাদিক বাংলা ভয়েস সম্পাদক বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব মিডল্যাডের সম্মানিত সভাপতি মোহাম্মদ মারুফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা  যথাক্রমে এম,এ, মুনতাকিম ,কবি আওয়াল জামান কয়েছ , জুনেদ আদ্রে প্রমুখ ।

দীর্ঘ আলোচনা শেষে সবাই আগামী ১১ই ডিসেম্বর রোববার বিজয় দিবসের পুর্বক্ষনে বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত সকল বাংলাভাষী কবি সাহিত্যিক লেখক ছড়াকার গবেষক ও বাংলা সাহিত্য প্রেমিক সংস্কৃতিমনা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষদের নিয়ে সকল হীনমন্যতাকে পাশে রেখে একটি সুন্দর সার্বজনিন বিজয় দিবসের বিশেষ সাহিত্য ও সংস্কৃতি অনুস্টান করতে সবাই সিদ্ধান্তে উপনিত হন।

উক্ত সভায় বার্মিংহামের সংস্কৃতি আন্দোলনের প্রথম সারির নেতা বার্মিংহাম উদীচীর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধের সপক্ষের অগ্রণী সৈনিক বৃটেনের বাংলাদেশি কমিউনিটি পরিচিত মুখ সদ্য প্রয়াত সৈয়দ এলাহি হক সেলুর জন্য সবাই মহান আল্লাহপাকের কাছে মাগফেরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন ।

গত সোমবার ১৭ই অক্টোবর বই মেলায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার জন্য সবাই খুব দুঃখ ও নিন্দা প্রকাশ করেন ।অদুর ভবিষ্যতে বই মেলাতে এই ধরনের পরিস্হিতি যেন না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয় ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ