সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : এক প্রকার বলা যায় মসজিদের নগরী বার্মিংহাম। মোটামুটি বার্মিংহামের প্রায় সকল এলাকাতেই ছোট হউক আর বড় হউক ভিন্ন ভিন্ন নামে বা সরাসরি মসজিদের নামে অসংখ্য ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমাদের সমাজের আলেম ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা।
বার্মিংহাম তথা সমগ্র ইংল্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ইসলামিক দা’ওয়া এন্ড রিসার্চ কাউন্সিল (IDRC)। যার প্রতিষ্ঠাতা শায়েক ফাইজুল হক আব্দুল আজিজ, ভাইস প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া। ডাইরেক্টর বার্মিংহাম মুসলিম ফাউন্ডেশন। বার্মিংহাম তাকওয়া মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠা করে উক্ত সংস্থাটি। তারা নতুন প্রজন্মের ছেলে- মেয়েদের কাছে এবং নানাভাবে বিভ্রান্ত সকল বয়সের মানুষের কাছে ইসলামের সঠিক দা’ওয়া বা বার্তা পৌছে দিতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। সমাজের আজকের যে সকল সমস্যা আছে তা সুষ্ঠভাবে সমাধানের লক্ষ্যে নানাভাবে গবেষণা বা রিসার্চ করে যাচ্ছেন । এর মূল উদ্দেশ্য হলো আমাদের নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং ইসলামিক মুল্যবোধের ভিত্তিতে নিজেদের জীবন গড়ে তোলা।
গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকায় বাদ মাগরেব স্থানীয় আল- মিরাজ হলে শায়েক ফাইজুল হকের প্রাণবন্ত সঞ্চালনায় ও তত্ত্ববধানে এক বিশেষ ইসলামিক দা’ওয়া কনফারেন্সের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডসহ উপমহাদেশের স্বনামধন্য ইসলামিক চিন্তাবিধ ও ইসলামিক স্কলারগণ। বর্তমান নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের ইসলামিক জীবনধারা ও মুল্যবোধ, ইসলামের নানা সুন্দর আধুনিক দিক নিয়েই ছিলো মূল আলোচনা । ইসলাম নিয়ে নানা বিভ্রান্তি, ইসলাম সম্পর্কে সঠিক ভাবে না জানা ও আজকের আধুনিক ডিজিটেল পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে নানা অপবাদ ছড়ানো নিয়ে কথা বলেন বক্তারা। দৈনন্দিন জীবনে নিজের অজ্ঞতার কারনে ধর্মিয় জ্ঞান না থাকার কারনে নানা ভাবে আমরা শিরক করছি।
ধর্মীয় সংস্কার থেকে আমরা অবচেতন মনে দুরে সরে যাচ্ছি। দিন দিন আমরা দ্বীনের রাস্তা থেকে ভিন্ন পথে ধাবিত হচ্ছি। ইংল্যান্ডের প্রতিটি শহরের প্রত্যেক মসজিদে আস্তে আস্তে গড়ে উঠেছে মক্তব যা আমাদের মুসলিম ছেলে- মেয়েদের ভিন্ন পরিবেশে ধর্মীয় শিক্ষা ব্যবস্হাকে আরো সহজ করেছে। দুই পর্বের এই অনুস্টানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন হযরত মাওলানা বদরুল হক এবং অনুস্টানের ২য় ও শেষ পর্বে সভাপতিত্ব করেন হযরত মাওলানা রেজাউল হক , প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বার্মিংহাম।
দা’ওয়া কনফারেন্সে পর্যায়ক্রমে ধর্মীয় নানা বিষয়ে ও বিশ্বের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নিজ দায়িত্ব, ওদের কি করনীয়, কি কাজ ইত্যাদি বিষয়ের উপর খুব মুল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শায়েক আব্দুর রাহিম লিমবাডা বল্টন, শায়েক জহির মাহমুদ বার্মিংহাম, শায়েক মুফতি সাইফুল ইসলাম ব্রেডফোর্ড, শায়েক মোহাম্মদ বিলাল বাওয়া বুরি প্রমুখরা।
উক্ত দা’ওয়া কনফারেন্সে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে নানা বয়সের পুরুষ মহিলা ও ছেলে- মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই ইসলামিক স্কোলারদের বক্তব্য শুনার জন্য বৃস্টির মধ্যে কনফারেন্সে অংশগ্রহন করেন। আল-মিরাজ হল ছিল কানায় কানায় পরিপূর্ণ, বক্তব্যের পর পরই সমাপনী মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহপাকের দরবারে বিশ্বের সকল বিপদগ্রস্ত মানুষের জন্য, নানা ভাবে বিভ্রান্ত আমাদের নানা বয়সের ছেলে- মেয়ের হেদায়েতের জন্য, আল্লাহপাকের রহমত ও সাহায্যের জন্য, শান্তির জন্য, সকল বিপদ থেকে সাড়া জাহানের মানুষের মুক্তির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে, এশার নামাজের পর খাবার বিতরণের মাধ্যমে অনুস্টানের সমাপ্তি ঘোষনা করেন।