1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন - DeshBideshNews
November 28, 2024, 8:04 pm
 

বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

  • Update Time : Wednesday, December 21, 2022
  • 90 Time View
যুক্তরাজ্যের বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

যুক্তরাজ্যের বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য খুব গর্বের দিন। লক্ষ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত আর তাঁদের মূল্যবান জীবনের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের দেশ। পৃথিবীর বুকে দাঁড়িয়ে স্বগর্বে বলার মত লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর। আজ থেকে ৫১ বছর আগে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতার এই বিজয়কে অম্লান করে রাখার জন্য, নতুন প্রজন্মের বাংলাদেশী ছেলে- মেয়েদের কাছে পরিচিত করা, তাঁদের কাছে মহান বিজয় দিবস বা ১৬ই ডিসেম্বরে বার্মিংহামে আয়োজন হয় ‘‘বিজয় উৎসবের’’।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের দিবসের বিভিন্ন তাৎপর্যতা ও দেশ প্রেম নিয়ে নানা বয়সের শিশু- কিশোরদের কাছে স্বাধীন বাংলাদেশের অর্জিত বিজয় কিভাবে আসলোসহ নানা বিষয় নিয়ে সম্প্রতি নব গঠিত মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ বার্মিংহাম আয়োজন করে প্রবাসী বাঙালিদের নিয়ে “বিজয় উৎসব”।

বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

বয়সভিত্তিক শিশু- কিশোরদের দুই গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা। আবৃত্তিকারদের জন্য কবিতা আবৃত্তি , সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কবি সাহিত্যিক ও বিশিস্ট জনদের নানা সারগর্ভ আলোচনা। শিল্পীদের মনমুগ্ধকর দেশাত্মবোধক গান নিয়ে মহান বিজয় উৎসবের আয়োজকরা ব্যস্ত সময় অতিবাহিত করেন।

মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সম্মানিত সভাপতি বিশিস্ট ছড়াকার বাংলা মেইল সম্পাদক সাংবাদিক সৈয়দ নাসিরের সভাপতিত্বে ও পরিষদের সম্মানিত সাধারন সম্পাদক বিশিস্ট লেখক গবেষক কবি সৈয়দ মাসুম ও পরিষদের অন্যতম সদস্য কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ কমিউনিটির নানা মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত সদা হাস্যোজ্জ্বল বাহার উদ্দিনের মনমুগ্ধকর যৌথ পরিচালনায় মহান বিজয় উৎসবের প্রতিটি মুহুর্ত উপস্থিত প্রত্যেকটি শ্রোতা উপভোগ করেন ।

বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

অনুষ্ঠানের প্রথম অংশটি ছিল খুবই আকর্ষণীয়। বয়স ভিত্তিক দুই গ্রুপে নানা বয়সি শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। এর পর শুরু হয় আবৃত্তি , বিশিস্ট কবি লেখক সাহিত্যিকদের আলোচনা সভা ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি নূরুজ্জামান মনি আরও অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও আবৃত্তি করেন কবি ও গীতিকার মজিবুল হক মনি, কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসুদ আহমদ, কবি ও গবেষক তাঁবেদার রসুল বকুল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশি, কাউন্সিলার সাদেক মিয়া সমসু , কবি লিয়াকত খাঁন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপিকা কবি হাফসা ইসলাম, নূরুন্নাহার, ইবাদুল ইসলাম ফয়সল , কামরুল ইসলাম কামরুল, কবি নুরুস সুফিয়ান চৌধুরী প্রমুখ।

পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্মানিত সদস্য বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের সভাপতি বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ বদরুল আলম ।

বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী আওয়ামীলীগের সভাপতি হাজী কবির আহমদ, বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক নেতা এনামুল হক খাঁন নেপা, বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ও রাজনৈতিক নেতা সয়ফুল আলম, বিশিষ্ট কমিউনিটি নেতা হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্তাকিম, বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক নেতা জুনেদুর রহমান জুনেদ, পূর্বানাট এমবিই এর কর্নধার বিশিষ্ট নাট্য অভিনেতা ও সাংস্কৃতিক কর্মি মুরাদ খাঁন, কমিউনিটি ও রাজনৈতিক নেতা হাজী ফখরুল ইসলাম, কমিউনিটি ও রাজনৈতিক নেতা মোহাম্মদ শুকুর, এরশাদ আলী, একাউন্টেন আবু নওশাদ, স্বাধীন বাংলার সম্পাদক ওবায়দুল হক খোকন, মুছলে উদ্দিন খোকন প্রমুখ।

শিল্পী রোজী সরকার ও তাঁর দলের হৃদয় ছোঁয়ে যাওয়া দেশাত্ববোদক গান গুলো আর কবিদের সুন্দর কন্ঠের আবৃত্তি বিজয় উৎসবের পুরো অনুস্টানটিই ভিন্ন আমেজে ভরে উঠে, উপস্থিত অতিথিরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুস্টানটি খুব আনন্দ নিয়ে উপভোগ করেন।

বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় উৎসব সম্পন্ন

বৈরী আবহাওয়ার মধ্যে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সাহিত্য ও দেশ প্রেমিক নানা পেশার মানুষ জন বৃটেনের বিভিন্ন শহর থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন আরও চোখে পড়ার মত বিষয় ছিল বিভিন্ন শহর থেকে এত দূরে এই বৈরী আবহাওয়ার মধ্যে প্রবীণ নবীন কবি সাহিত্যিক লেখক সাংবাদিক গীতিকার গবেষকদের সরব উপস্থিতিতে যা নতুন প্রজন্মের কবি সাহিত্যিক লেখকদের সত্যিকারে অনুপ্রেরনা যোগাবে। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ বদরুল আলম। পরিশেষে বিজয় উৎসবের আয়োজকদের পক্ষ থেকে বৃটেনের বিভিন্ন শহর থেকে বৈরী আবহাওয়ার মধ্যে কস্ট করে এসেছেন এবং যে অভিবাবক তাঁদের ছেলে-মেয়েসহ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞা জানান। আগামীতে আবারও কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে দেখা হবে। সবার সুস্বাস্থ্যতা কামনা করে শিশু- কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরনের মাধ্যমে শেষ করেন অনুষ্ঠানটি ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ