1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বার্মিংহামে এনটিভি ইউরোপের সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে প্রেস লঞ্চ - DeshBideshNews
November 28, 2024, 10:39 pm
 

বার্মিংহামে এনটিভি ইউরোপের সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে প্রেস লঞ্চ

  • Update Time : Thursday, December 8, 2022
  • 91 Time View
বার্মিংহামে এনটিভি ইউরোপের সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে প্রেস লঞ্চ

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : বৃটেনের মিডিয়া জগৎ ও বাঙালি কমিউনিটির অতি প্রিয় বৃহৎ টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। বৃটেনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাঙালি কমিউনিটিকে সাথে নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে ক্লান্তিহীনভাবে সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছে । বাংলাদেশী ব্যবসায়ীদের সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তোলার জন্য এনটিভি ইউরোপ নানাভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটির পাশে থেকে সব সময় কাজ করে যাবার জন্য এনটিভি ইউরোপ সব সময় বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

গত রোববার দুপুরে বার্মিংহাম এয়ারপোর্ট সংলগ্ন হলিডে ইন হোটেলের ল্যানকাস্টার সুইটে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এনটিভি ইউরোপের ম্যানেজমেন্ট টিম ব্যবসায়ীদের নিয়ে তাঁদের প্রেস লঞ্চ অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয়ভাবে প্রজেক্টরের মাধ্যমে আগামী ৪ই জুন ২০২৩ইং সালে রোজ রবিবার বিজনেস ফ্রেন্ডস এনটিভি ইউরোপের ইংল্যান্ড এন্ড ওয়েলস এর রিকগনিশন সেরমনি কিভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে করা হবে তা অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

বার্মিংহামে এনটিভি ইউরোপের সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে প্রেস লঞ্চ

ব্যারিস্টার সাম উদ্দিনের মনমুগ্ধকর উপস্হাপনায় প্রেসলঞ্চ অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে। মকবুল চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে পর্দায় রিকগনিশনের সম্পূর্ণ সারমর্ম অত্যন্ত দক্ষতার সাথে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ব্যবসায়ী ও অন্যন্যা বিভিন্ন পেশার দর্শকদের সামনে আগামী অনুস্টানের সকল পরিকল্পনা বিস্তারিত বিষদভাবে ব্যাখ্য করেন, এবং উপস্হিত সাংবাদিক ব্যবসায়ী ও কমিউনিটি লিডারদের নানাভাবে প্রোগ্রামকে সফল করতে সাহায্য সহযোগিতা কামনা করেন।

এনটিভি ইউরোপের প্রেস লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির প্রেজেন্টার মুকিত মিয়া, টুল-বেইজের মালিক হাফিজ সেলিম আহমদ, সি এন্ড এস হুম স্টোরের ডাইরেক্টর গুরমিত সিং, নৌকা বাইচ সি, আইসির ডাইরেক্টর জহুর উদ্দিন একলিম, কমিউনিটি লিডার কমরেড মসুদ আহমদ, ফিল্ম মেকার মকবুল চৌধুরী, এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু চৌধুরী প্রমুখ।

বক্তব্য শেষে সাংবাদিকরা এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেনসহ অন্যান্যদের অনুস্টানের নানা বিষয়ে গঠনমূলক বিভিন্ন প্রশ্ন করেন এবং বিজনেস ফ্রেন্ডস এন,টি,ভি যে ভাবে আমাদের কমিউনিটির মানুষকে বিভিন্ন সময় স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে তা কি অদুর ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিইও সাবরিনা হোসেন অত্যন্ত সাবলীলভাবে হাসি মুখে খুব দক্ষতার সাথে সব গুলো প্রশ্নের উত্তর দিয়ে যান এবং আগামীতেও বাংলাদেশী কমিউনিটির সেবায় বা যে কোন বিপদে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের মধ্যে যথাক্রমে উপস্হিত ছিলেনঃ বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব মিডল্যান্ডের সভাপতি বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক সিনিয়ার সাংবাদিক মোহাম্মদ মারুফ, বাংলা মেইল পত্রিকার সম্পাদক বিশিস্ট ছড়াকার সিনিয়ার সাংবাদিক সৈয়দ নাসির, দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি বদরুল আলম, চ্যানেল এস টিভির ব্যুরো প্রধান আতিকুর রহমান, দেশ-বিদেশ পত্রিকার বার্মিংহাম প্রতিনিধি সোহেল আহমদ চৌধুরী, বিঅনটিভির চেয়ারম্যান আব্দুল জলিল, স্বাধীন-বাংলা পত্রিকার সম্পাদক সলিসিটর ওবায়েদুল কবির খোকন প্রমুখ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে : হবিগঞ্জ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মুন্তাকিম, নৌকা বাইচের ডাইরেক্টর আব্দুল কুদ্দুস রাজু, কমিউনিটি লিডার রহমত আলী, ব্যবসায়ী সেলু মিয়া, সৈয়দ মামুন কাউন্সিলার নর্দামটন সিটি কাউন্সিল, ট্রেজারার বাংলাদেশ এসোসিয়েশন, জেবির মিয়া জেপি, সেক্রেটারি বাংলাদেশ এসোসিয়েশন নর্দামটন, ফাত্তা চৌধুরী, এনটিভি নর্দামটন, ইকবাল খাঁন নর্দামটন, আমিনুল তালুকদার কাউন্সিলার লেস্টারসিটি কাউন্সিল, আবু তাহের এমবিই আলিফ উদ্দিন, চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার লেস্টারশায়ার, বদরুল আলম এটিএন বাংলার লেস্টারশায়ার ব্যুরো প্রধানসহ অনেকে।পরিশেষে এনটিভি ইউরোপের সিইও , ডাইরেক্টর ও ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত সাংবাদিক ব্যবসায়ী ও অন্যান্য পেশার উপস্থিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এসময় নানা পদের বাংলাদেশী খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ