বদরুল আলম, সম্পাদক (দেশ-বিদেশ পত্রিকা) : দীর্ঘ ১ মাস রোজা রাখার পর আমাদের সামনে এসে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। যে কারণে প্রত্যেক মুসলমানের খুশির আর শেষ থাকে না। অন্যভাবে বললে মুসলমানদের সবচেয়ে খুশির দিন হচ্ছে ঈদের দিন। এটা মুসলমানদের প্রধানতম ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন। প্রত্যেক বছরের রমজান মাসে ও ঈদের উৎসবে প্রস্তুতি থাকে অন্যরকম একটি উদ্যমে।
হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। দেশ-বিদেশ পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক এবং সৎভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন।