দক্ষিণ আফ্রিকা থেকে নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের ফোর্ডসবার্গ ক্যাশিংক্যারির স্বত্বাধিকারী সালাউদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশিকে অপহরণের ৪ সপ্তাহ পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা।
জানা গেছে- সালাউদ্দিন গত ২৬ জুলাই সন্ধা সাড়ে ৬টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশে বের হন। দোকানের কর্মরত সবাইকে নিয়ে একটু হেঁটে গেটের কাছে আসলে দু’জন সন্ত্রাসী অস্ত্রের মুখে সালাউদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি এখন কোনো মুক্তিপণও চায়নি অপহরণকারীরা। সালাউদ্দিন কী বেঁচে আছে নাকি তাকে খুন করা হয়েছে- তা নিয়ে সবার মধ্যে চরম উৎকণ্ঠার বিরাজ করছে।
সিসি ফুটেজ দেখা গেছে- সালাউদ্দিন যখন দোকান থেকে বের হচ্ছিলেন তখন তার সাথে ৭-৮ জন লোক ছিল। এমনকি দুইজন সিকিউরিটিও ছিল। সবার মাঝখান থেকে সালাউদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দুই বন্দুকধারী। কোনো বাধাবিপত্তি ছাড়াই দ্রুত সবার চোখের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পরদিন জোহানেসবার্গ সেন্ট্রাল পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করলেও এখন পর্যন্ত কোনো খবর না পাওয়ায় তার স্বজনরা উদ্বিগ্নের মধ্যে রয়েছেন।
এদিকে আরো ৪ জন বাংলাদেশিকে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্স টাউন থেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১৯ আগস্ট) কুইন্সটাউনের একটি রাস্তা থেকে এক সাথে মো. সুজন, মানিক, রিঙ্কু ও ইসমাইল নামে চার বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।