1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
কমিউনিটির প্রিয় মুখ মরহুম এইচ এম আশরাফ আহমেদের “নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল” - DeshBideshNews
November 28, 2024, 4:31 am
 

কমিউনিটির প্রিয় মুখ মরহুম এইচ এম আশরাফ আহমেদের “নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল”

  • Update Time : Wednesday, January 24, 2024
  • 194 Time View
কমিউনিটির প্রিয় মুখ মরহুম এইচ এম আশরাফ আহমেদের “নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল”

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : মরহুম এইচ এম আশরাফ আহমেদ বাঙালি কমিউনিটির একজন সজ্জ্বন ব্যক্তিত্ব।সাংবাদিকতা আর কমিউনিটির এমন কোন সংগঠন বা জনহিতকর কাজ নেই যেখানে মরহুম এইচ এম আশরাফ আহমদের সম্পৃক্ততা ছিল না।আশরফ আহমেদের মৃত্যু আমাদেরকে স্তম্ভিত করছে ।ধর্মীয় প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করতেন। অত্যন্ত আল্লাহভীরু এইচ এম আশরাফ আহমেদের প্রতিটি কাজ ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ চার দশক যারা একসঙ্গে বিভিন্ন জায়গায় মিডিয়ায় কাজ করছেন। উনারা মরহুম এইচ এম আশরাফ আহমেদের নাগরিক স্মরণ সভায় দাঁড়িয়ে স্মৃতিচারণে নানা ঘটনার কথাগুলো উল্লেখ করেন। মরহুম এইচ এম আশরাফ আহমেদ বার্মিংহামের বাঙালি কমিউনিটির মানুষের হৃদয়ে সাড়া জীবনের জন্য জায়গা করে নিয়েছেন তাঁর কাজের মাধ্যমে কমিউনিটির মানুষের ভালবাসার কল্যাণে ,তিনি সদা হাস্যোজ্জ্বল কমিনিউটির প্রিয় মুখ।

সিনিয়ার সাংবাদিক কমিউনিটি এক্টিভিস্ট , নতুন মসজিদ স্থাপনের উদ্যোক্তা, মসজিদ কমিটির সভাপতি মরহুম আশরাফ আহমেদের নাগরিক স্মরণ সভায় বৈরি আবহাওয়া ঠান্ডা ঝড় উপেক্ষা করে বৃটেনের প্রায় বড় শহর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে স্মরণ সভায় নানা পেশার মানুষজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি আর উপচেয়ে পরাভিড় চোখে পরার মত।

গত কাল সোমবার সন্ধা ৬.০০মিঃ বার্মিংহামের স্মলহীতের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা নানা ভাবে মরহুম আশরাফ আহমেদকে নিয়ে স্মৃতি চারণে কথা গুলো বলেন।

নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলের সভায় সৈয়দ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ নাসির আহমেদ ও কবি সৈয়দ দিলু নাসেরের প্রাণবন্ত সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন মরহুম এইচ এম আশরাফ আহমেদের সাথে দীর্ঘদিন নানা সেক্টরে এক সাথে কাজ করে যাওয়া বার্মিংহাম বিজনেস ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ ও হাফেজ মওলানা সৈয়দ কফিল আহমেদ।

কমিউনিটির প্রিয় মুখ মরহুম এইচ এম আশরাফ আহমেদের “নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল”

অতিথিদের মধ্যে থেকে পর্য্যায়ক্রমে বক্তব্য রাখেন বৃটেনের অতি পরিচিত মুখ কমিউনিটি নেতা মুহিদুর রহমান, বার্মিংহামের বিশিস্ট কমিউনিটি নেতা ফয়জুর রহমান এম বি ই, বিশিস্ট কমিউনিটি নেতা কমরেড মসুদ আহমদ, সিনিয়ার সাংবাদিক মোস্তফা যুবরাজ, জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা , লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী, কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন আহমদ এম বি ই, বিশিস্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আব্দুল কাদির ছালেহ, কমিউনিটি নেতা তোফাজ্জল চৌধুরী, বিশিষ্ট নিউজ প্রেসেন্টার ডক্টর জাকি রেজওয়ানা, বিশিষ্ট সাংবাদিক টাওয়ার হ্যামলেট মেয়র এর এডভাইজার মোঃ জুবায়ের, রাজনীতিবিদ সৈয়দ আবুল মনসুর লিলু, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল, সাংবাদিক আজাদ আবুল কালাম, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি তাজুল ইসলাম, এডভোকেট মাওলানা হাবিবুল্লাহ, বিশিষ্ট আলেমে দ্বীন কাদির আল হাসান, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা প্রমূখ।

মরহুম এইচ এম আশরাফ আহমদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের শ্যালক বিশিষ্ট ব্যবসায়ী সেলুমিয়া ও মরহুম এইচ এম আশরাফ আহমদের ছেলে আফজাল হোসেন সুমন।

উক্ত নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং মরহুম এইচ এম আশরাফ আহমেদের কর্মময় জীবনের নানা ঘটনা ও কমিউনিটির মানুষের ভালবাসাকে স্মরণীয় করে রাখার নিমিত্তে ছোট পরিসরে একটি ম্যাগাজিন প্রকাশ করেন বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ, বাংলা মেইল সম্পাদক , সৈয়দ নাসির আহমেদ ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমানের সম্পাদনায় বিশেষ স্মারক প্রকাশ করা হয়।সৈয়দ নাসির আহমদের উপস্থাপনায় মরহুম আশরাফ আহমেদের পরিবার ও স্মরণ ও দোয়া সভার সম্পৃক্ত সবাইকে সম্মিলিত ভাবে মঞ্চ ডেকে বিশেষ স্মরক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অত্যন্ত গুরুগম্ভীর এই অনুষ্ঠানের সর্বাত্মক সহযোগিতায় ছিলেন আব্দুল মুনতাকিম, বাহার উদ্দিন, কায়সারুল ইসলাম সুমন, সাহিদুর রহমান সুহেল, বদরুল আলম, ইমরুল হাসান, জিয়া তালুকদার, ওবায়দুল কবির খোকন প্রমূখ।

প্রোগ্রামে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আব্দুর রব।বাদ মোনাজাত স্মরণ সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত অতিথি, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে খাবার বিতরণ করে পরিশেষে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ