মিনহাজ হোসেন, ইতালি : প্রবাসীদের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি’র বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর রাজধানীর রোমে Nuovo Cinema Aquila (via L’aquila 66/74) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও সংগঠনের নেতৃবৃন্দরা প্রস্তুতি মূলক বিশেষ বৈঠক ধাপে ধাপে করে যাচ্ছেন।
জানা যায়- এ অনুষ্ঠানে ইতালির পররাষ্ট্রমন্ত্রী দি মাইও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেন্টাল কমিটির চেয়্যারপার্সন আশিকুর রহমান সহ বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দূতাবাসের সাথে সংগঠনের নেতৃবৃন্দদের বিশেষ বৈঠকে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান জানান- এ অনুষ্ঠান সুশৃংখল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ইতালি সর্বাত্মক সহযোগিতা করবে।
উক্ত সভায় অভিষেক অনুষ্ঠান’কে সাফল্যমন্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন নেতৃবৃন্দ।
(বিজ্ঞপ্তি)