হোয়াইটচ্যাপেল (যুক্তরাজ্য) প্রতিনিধি : যুক্তরাজে বাঙ্গালী ও বাংলা ভাষাভাষীদের জন্য একটি মেট্রো স্টেশনের নামে বাংলা জুড়ে দেয়া হল (লন্ডনের ব্যস্থতম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় অবস্থিত) ‘হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশন’।
যার পাশ দিয়ে চলে গেছে দ্রুততম কমার্শিয়ার রোড, যেখানে রয়েছে নামকরা রয়েল লন্ডন হাসপাতাল- ঠিক সেখানটায় বাংলা অক্ষরগুলো আলো ছড়াচ্ছে।
তবে ইংল্যান্ডের লন্ডনে বাংলা লেখার প্রচলন শুরু হয়েছিল আরো অনেক আগে। বাঙালী প্রবাসীদের বদৌলতে আজ বাংলা ভাষা ইংল্যান্ডে মাথা তুলে দাঁড়াচ্ছে। এতে ইংল্যান্ডর কাছে আমরা বাঙ্গালীরা কৃতজ্ঞ।
বাংলাদেশী বংশোদ্ভ্বোত শ্যাডওয়েলের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাউয়ু চৌধুরীসহ কমিনিটির মানুষের দাবীর প্রেক্ষিতে লন্ডন মেয়র সাদিক খানের আন্তরিকতায় এ ষ্টেশনটি ইংলিশের পাশাপাশি বাংলায় সাইন বোর্ড লাগানো হয়েছে। বাংলা বর্ণমালায় সাইন লাগানোকে বাংলাদেশীদের বিজয় হিসাবে বর্ণনা করেছেন কউমিনিটির বিশিষ্টজনরা।
ট্রান্সপোর্ট পর লন্ডন (টিএফএল) এর উদ্যোগে ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অর্থায়নে বৃহস্পতিবার (১০মার্চ) আনুষ্টানিক ভাবে স্থানীয় মেয়র জন বিগস সাংবাদিকদের উপস্থিতিতে সাইন লাগানোর বিষয়টি অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন- মেয়র জন বিগস,স্পীকার আহবাব হোসেন, কউমিনিটির বিশিষ্টজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।