1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লেস্টার আওয়ামীলীগের আলোচনা সভা - DeshBideshNews
November 28, 2024, 7:52 pm
 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লেস্টার আওয়ামীলীগের আলোচনা সভা

  • Update Time : Sunday, February 26, 2023
  • 86 Time View
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লেস্টার আওয়ামীলীগের আলোচনা সভা

              আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লেস্টার আওয়ামীলীগের আলোচনা সভা

মোঃ আজমল হোসেন, লেস্টার প্রতিনিধি : ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য লেস্টার আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

           আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লেস্টার আওয়ামীলীগের আলোচনা সভা

সেই আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লেস্টার আওয়ামী লীগের সভাপতি জনাব সাইদুর রহমান সাঈদ (বি ই এম) এবং এই সভা পরিচালনা করেন লেস্টার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরী। আলোচনা সভায় একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করা হয় এবং ভাষা সৈনিক সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সেখানে অনেক নেতাকর্মী উপস্থিতিতে বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব আবুল বাশার মিশু, সহ-সভাপতি এম এ মান্নান খান, সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি সভাপতি ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, প্রচার সম্পাদক শাহ জামান হারুন, মোহাম্মদ নাজমুল হোসেন মোল্লা, মোঃ আজমল হোসেন, বেলায়েত হোসেন ও আরো অনেক নেতৃবৃন্দ।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা শেষ করেন লেস্টার আওয়ামী লীগের সভাপতি জনাব সাইদুর রহমান সাঈদ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ