যুক্তরাজ্য প্রতিনিধি : কুমিল্লার ধুলোমাটিতে বেড়ে ওঠা একজন মানুষ- যুক্তরাজ্য পবাসী, ব্যাবসায়ী ও আইনজীবী ড. মোহাম্মদ আলী লাল্লিং এর একমাত্র সন্তান জাকওয়ান জাফির আলী’র তৃতীয় জন্মদিন উপলক্ষে ৭ মার্চ সোমবার লেস্টার শায়ারে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আমন্ত্রিত ৭০০ জন অতিথিরা আড্ডাগানে এক অনন্য মিলনমেলা উপহার পেল বাঙ্গালী প্রবাসীরা।
জাকওয়ান জাফিরের জন্মদিনের অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর বাঙ্গালী কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিবর্গরা ও স্থানীয় কাউন্সিলররা এবং মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ছিল মনোমুগ্ধকর।
জাকওয়ান জফিরের জন্মদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- লন্ডন থেকে আগত স্বনামধন্য শিল্পী রওশন আরা মনি।
উল্লেখ্য, রওশন আরা মনি এই প্রথম লেস্টার শায়ারে উন্মুক্ত মঞ্চে গান পরিবেশন করেন। তাঁর সকল উপস্থিতি ও গান ছিল জাকওয়ান জফিরের জন্মদিনের উপহার। দর্শকরাও সে উপহারে মোহিত ও মন্ত্রমুগ্ধ ছিল।
জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন সম্পর্কে মিডিয়ার লোকজন জানতে চাইলে ড.মোহাম্মদ আলী বলেন- মানুষকে সংগঠিত করা কঠিন কাজ, মানুষকে নিয়ে আনন্দ করা আরো কঠিন। শতব্যস্ততা সত্বেও আমার ডাকে সারাদিয়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করতে এসেছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আগামীতেও বিভিন্ন আয়োজনে সবাইকে নিয়ে হাসি আনন্দে কাটাতে চাই এই দোয়া প্রার্থনা…।