দেশ-বিদেশ নিউজ ডেস্ক : হারের মাধ্যমে শুরু হলো এশিয়া কাপে বাংলাদেশের মিশন। বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিপক্ষে পাওয়া এই জয়ে আফগানিস্তান প্রথম দল হিসেবে উঠেছে সুপার ফোরে।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য ম্যাচটি ছিল বিশেষ গুরুত্বের। টি-টোয়েন্টি অধিনায়কত্বের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয় এই ম্যাচ দিয়ে। সঙ্গে আজকের ম্যাচ দিয়ে শততম টি-টোয়েন্টির এলিট ক্লাবে নামও তোলেন তিনি। কিন্তু মাইলফলক ছোঁয়া ম্যাচটি জয়ে রাঙাতে পারেননি সাকিব।
পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব ম্যাচ হারের কারণ জানাতে গিয়ে বলেছেন, এটা সব সময়ই কঠিন যখন আপনি ৪ উইকেট হারিয়ে ফেলবেন প্রথম ৫-৬ ওভারে। উইকেট বিবেচনায় আমরা ১০-১৫ রান কম করেছি। আমি মনে করি বোলাররা স্বল্প পুঁজি নিয়েও অসাধারণ বোলিং করেছে। প্রথম ১৫ ওভার দারুণ কেটেছে বোলারদের। পরের ৩-৪ ওভারেই তারা আমাদের থেকে ম্যাচটি বের করে নিয়েছে। তাদের ক্রেডিট দিতে হবে যেভাবে ম্যাচটি জিতেছে। আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ১২৭ রান তোলে ২০ ওভারে। জবাবে ৯ বল হাতে ৭ উইকেটে জয় পায় আফগানিস্তান।