1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত - DeshBideshNews
November 26, 2024, 5:46 am
 

হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত

  • Update Time : Tuesday, August 1, 2023
  • 72 Time View
হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে ভয়াবহ আকার ধারণ করেছে মশাবাহিত ডেঙ্গু জ্বর। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন জাতীয় দলের নবীন পেসার হাসান মাহমুদ। কয়েক দিন জ্বরে ভোগার পর রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু হওয়ার বিষয়টি জানা যায়। আপাতত তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়া কাপের আগ মুহূর্তে বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে বড় দুঃসংবাদ! জানা গেছে, পাঁচ-ছয় দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। গত পরশু রাতে তার রক্ত পরীক্ষা করানো হয়। গতকাল সোমবার প্রাপ্ত রিপোর্টে জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেই ক্যাম্পে হাসান কবে যোগ দিতে পারবেন, সেটা এখনো অনিশ্চিত। আশার খবর হলো, তার জ্বর কিছুটা কমেছে। তবে শারীরিক দুর্বলতা আছে।

২৩ বছর বয়সী পেসার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৩টি ওয়ানডে এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। দুর্দান্ত বোলিং আর ঠাণ্ডা মাথায় ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিং করতে পারায় জাতীয় দলে জায়গা পাকা হয়ে গেছে এই তরুণের। এখন পর্যন্ত ওয়ানডেতে ২০টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন। তিনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, জাতীয় দলের জন্য ততই ভালো হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ