দেশ বিদেশ নিউজ ডেস্ক : গুঞ্জনই সত্য হলো। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন। টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে আল-নাসের। ক্লাবটির বিবৃতিতে রোনালদো বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।
সৌদি আরবে পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল নাসের যা করছে তা খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন সিআরসেভেন। ৩৭ বছর বয়সী এই তারকার বেতন সম্পর্কে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন তিনি। এটি সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার বনে যাবেন পাঁচবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকা।
রোনালদোকে দলে ভিড়িয়ে উচ্ছ্বসিত আল-নাসেরের প্রেসিডেন্ট মুসাল্লি আলমুয়াম্মার, ‘এটি ইতিহাসের চেয়েও বেশি কিছু। এটি কেবল আমাদের ক্লাবকে আরো বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লিগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। ’