1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড - DeshBideshNews
November 25, 2024, 1:50 am
 

সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

  • Update Time : Sunday, December 4, 2022
  • 115 Time View
সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয় পেয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল ইংল্যান্ড। আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচের প্রথমার্ধ শেষে হ্যারি কেনরা ২-০ গোলে এগিয়ে ছিল। হ্যান্ডারসনের গোলে এগিয়ে যাওয়ার পর হ্যারি কেন স্বয়ং দ্বিগুণ করেন ব্যবধান। চলতি বিশ্বকাপে ইংলিশ অধিনায়কের এটাই প্রথম গোল। বিরতির পর সাকা আরও একটি গোল করে এগিয়ে নেন ইংল্যান্ডকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স।

সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই উভয় দলই মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। ম‌্যাচের ৩৮ মিনিটে দারুণ এক গোলে ইংল‌্যান্ডকে এগিয়ৈ দেন জর্ডান হ‌্যান্ডারসন। মধ‌্যমাঠ থেকে বল পেয়ে বলিংহ‌্যাম এক টাচে ভেতরে ঢুকে যান। ডি বক্সের ভেতরে গিয়ে ক্রস করেন হ‌্যান্ডারসনের উদ্দেশ‌্যে। সেখানে বাঁ পা পায়ের আলতো টোকায় অতি সহজেই গোল পেয়ে যান হ‌্যান্ডারসন।

প্রথমার্ধের শেষদিকে একটি সহজ সুযোগ মিস করেন হ্যারি কেন। তবে সেই আফসোস বেশিক্ষণ করতে হয়নি তাকে। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চলতি বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পেয়ে যান ইংল‌্যান্ড অধিনায়ক হ‌্যারি কেন। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে আরেকটু এগিয়ে ফিল ফোডেন পাস দেন হ্যরি কেনকে। বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে জোরাল শটে এদুয়া মঁদিকে পরাস্ত করেন ইংল্যান্ড অধিনায়ক।

সেনেগালকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

কল্পনাতীত হলেও সত‌্য, আন্তর্জাতিক ফুটবলে আজই প্রথম মুখোমুখি হয়েছিল ইংল‌্যান্ড ও সেনেগাল। এর আগে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি। আর প্রথম দেখাতেই জিতলো ইংল্যান্ড।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলোর মধ্যে হল্যান্ড ও ইংল্যান্ড বাদে সব দলই এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে হারের স্বাদ পেয়েছে। ইংল্যান্ড ইরানকে ৬-২ এবং ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে করে গোলশূন্য ড্র। সেনেগাল নিজেদের শেষ ম‌্যাচে নেদারল‌্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে গেলেও কাতারকে ৩-১ ও ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ