1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ - DeshBideshNews
November 25, 2024, 3:27 pm
 

সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ

  • Update Time : Friday, November 24, 2023
  • 95 Time View
সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ

দেশ বিদেশ নিউজ ডেস্ক : নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করছে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দুই দল মুখোমুখি হবে ২৮ নভেম্বর। চায়ের নগরীতে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের ম্যাচ উপভোগ করা যাবে মাত্র ১০০ টাকায়।

সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্য নির্ধারিত করে সিলেট টেস্টের টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। ৩০০ টাকা খরচ হবে ক্লাব হাউজে বসে খেলা দেখতে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে মিলবে এই টিকিট। এ ছাড়া পাওয়া যাবে রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামের বুথে। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

সিলেটে এই টেস্টকে ঘিরে চলছে উৎসবের আমেজ। দুই দল ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। সিলেটে প্রথমবার টেস্ট হয় ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর গত পাঁচ বছরে আর কোনো টেস্টের মুখ দেখেনি নয়নাভিরাম এই স্টেডিয়ামটি। এবার শক্তিশালী নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই গেরো কাটছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ