1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সিরিজ হেরে দেশে ফিরল টাইগাররা - DeshBideshNews
November 24, 2024, 11:28 am
 

সিরিজ হেরে দেশে ফিরল টাইগাররা

  • Update Time : Saturday, August 13, 2022
  • 267 Time View
সিরিজ হেরে দেশে ফিরল টাইগাররা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জিম্বাবুয়ে। উভয় সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ ও ৯ বছর পর ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। ব্যর্থ সফর শেষ করে শুক্রবার সন্ধ্যায় বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ আসেননি। দলের সঙ্গে এসেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ ম্যাক ডারমট।

১০ আগস্ট সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হয় এই সফর। টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজেই বাংলাদেশ হারে ২-১ ব্যবধানে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু হয়েছিল সফর। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ে সিরিজে সমতাও আনে দ্রুত। দ্বিতীয় ম্যাচের পর ইনজুরিতে সোহান ছিটকে গেলে তৃতীয় ম্যাচে অধিনায়ক হন মোসাদ্দেক। সেই ম্যাচে হেরে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পায়।

সিরিজ হেরে দেশে ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজ হারলেও তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল ঠিকই কর্তৃত্ব দেখাবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখেছেন টাইগাররা। টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারতে হয়। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায়। সামনে এবার এশিয়া কাপ, ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে। নতুন মিশনের জন্য হারের ক্ষত ভুলে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে টিম বাংলাদেশকে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ