দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়ে প্রস্তুত করা হচ্ছে ছাদ খোলা বাস। আজ মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোতে একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। বাসের গায়েও স্টিকার লাগানো হবে। সূত্র জানায়, আজ রাতের মধ্যেই কাজ শেষ হবে। আগামীকাল বুধবার দেশে ফিরবেন সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দল।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, সাফের শিরোপা জয়ীদের দেখা যাবে ছাদ খোলা বাসে বিজয় উৎসব করতে। তিনি বলেন, দেশকে দক্ষিণ এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ট্রফি জেতায় সাবিনাদের বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) ভবন পর্যন্ত ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে।
ফাইনালের আগে ছাদখোলা বাসের কথা উল্লেখ ছিল ফুটবলার সানজিদা আকতারের ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে। তিনি লিখেছিলেন, ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই। নিজেদের সবটুকু উজার করে দিয়ে দেশকে একটি শিরোপা এনে দিয়েছেন সানজিদারা। ছাদখোলা বাসে সংবর্ধনা পাওয়াটা তাঁদেরই তো প্রাপ্য!
এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরই আমাদের মতিঝিল ডিপোতে এ কাজ শুরু করেছি। আর (মঙ্গলবার) রাতের মধ্যেই বাসটি প্রস্তুত হয়ে যাবে।