1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সাফজয়ী তিনজনকে জেলা প্রশাসকের পুরস্কার - DeshBideshNews
November 24, 2024, 4:26 pm
 

সাফজয়ী তিনজনকে জেলা প্রশাসকের পুরস্কার

  • Update Time : Tuesday, September 20, 2022
  • 196 Time View
সাফজয়ী তিনজনকে জেলা প্রশাসকের পুরস্কার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। পাহাড়ি জেলা খাগড়াছড়ির বাসিন্দারা আজ গর্বিত ও আনন্দিত। এই জেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিনজন খেলছেন। তাঁদেরকে পুরস্কারের ঘোষণাও এসেছে এরই মধ্যে।

নারী দলের ফুটবলার আনাই মগিনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। বাংলাদেশ শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস ওই তিন ফুটবলারের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক কোচকেও দেওয়া হবে এক লাখ টাকা।

জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক বলেছে, আগামীকাল বুধবার সকালে কাঠমান্ডু ছাড়বে বাংলাদেশ। আজকের দিনটি হিমালয়ের দেশে কাটাবেন হিমালয়ের ফুটবলাররা। কিছুক্ষণ পরেই শপিংয়ে যাবেন মারিয়ারা, মেয়েরা কিছু শপিং করতে চায়। আজ শপিংয়ে সময় কেটে যাবে। আমার কাছে ট্রিটও চাইছে। বাংলাদেশ দল আগামীকাল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছাবে। এমন সফলতা পাওয়ার পর সরকারের কাছে সাবিনার চাওয়া, মেয়েদের ফুটবল সহ অন্য খেলায় আরো সুযোগ সুবিধা বাড়ানো হোক তাহলে আমরা বাংলাদেশকে আরো বেশি সাফল্য এনে দিতে পারব।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ