1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সাকিব-ইবাদতে ১৮৬ রানে অল আউট ভারত - DeshBideshNews
November 25, 2024, 1:42 am
 

সাকিব-ইবাদতে ১৮৬ রানে অল আউট ভারত

  • Update Time : Sunday, December 4, 2022
  • 81 Time View
সাকিব-ইবাদতে ১৮৬ রানে অল আউট ভারত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। বল হাতে দুর্দান্ত করেছে টাইগাররা। ৪২ দশমিক ২ বলে ভারতকে মাত্র ১৮৬ রানে গুটিয়ে দিয়েছেন সাকিব আল হাসানরা।

ব্যাট করতে নেমে দলীয় রান ৫০ হওয়ার আগেই সাজঘরে ফিরেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ২৭ ও কোহলি ৯ রান করে সাকিব আল হাসানের শিকার হন। শিখর ধাওয়ানের উইকেটটি পান মেহেদী হাসান মিরাজ। ৪৯ রানে তিন উইকেট হারানোর পর ৪৩ রানের জুটি গড়েন আইয়ার ও রাহুল। আইয়ারকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ৩৯ বলে ২৪ রান করেন এই ডানহাতি ব্যাটার।

পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন রাহুল ও ওয়াশিংটন সুন্দর। ১৯ রান করা সুন্দরকে ফেরান সাকিব আল হাসান। এর কিছুক্ষণ পর শার্দুল ঠাকুরকে বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করেন সাকিব। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ভারত গুটিয়ে গেছে ১৮৬ রানে। সাকিব আল হাসান ৩৬ রানে পাঁচটি উইকেট নিয়েছেন। কম যাননি পেসার এবাদত হোসেন, ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ