দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে আল শোরতার বিপক্ষে জয় পেয়েছে আল নাসর। বুধবার রাতে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ইরাকি ক্লাবটির বিপক্ষে আল নাসর জয় পেয়েছে ১-০ গোলে। জয়সূচক গোলটি করে আল নাসরকে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে তুললেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রথমার্ধের শুরু থেকেই আল শোরতার ওপর চড়াও হয়ে খেলতে থাকে আল-নাসর। ম্যাচের ২২তম মিনিটের উইঙ্গার অ্যান্ডারসন তালিসকার দারুণ এক শট ফিরিয়ে দেন শোরতার গোলরক্ষক বাসিল ফাদহিল। এর কিছুক্ষণ পর ব্রজোভিচের থ্রো বল থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করেন রোনালদো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে আল নাসরের অ্যালেক্স টেলেসের নেওয়া বুলেটগতির শট ফিরে আসে পোস্টে লেগে।
বিরতির পর দারুণ খেলতে থাকেন সাদিও মানে ও রোনালদো। কিন্তু ভাগ্যের কারণে গোলটাই পাচ্ছিলেন না তারা। অবশেষে ৭৫তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। ডি-বক্সের ভেতর সাদিও মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে উঠল দলটি।