1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রাতে বায়ার্নের মুখোমুখি পিএসজি - DeshBideshNews
November 25, 2024, 10:25 am
 

রাতে বায়ার্নের মুখোমুখি পিএসজি

  • Update Time : Tuesday, February 14, 2023
  • 84 Time View
রাতে বায়ার্নের মুখোমুখি পিএসজি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফ্রান্সে তারা অপ্রতিদ্বন্দ্বী। এবার চ্যাম্পিয়নস লিগেও রাজত্ব চায় পিএসজি। এ জন্য লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সের্হিয়ো রামোস, আশরাফ হাকিমিদের নিয়ে দলটি রীতিমতো চাঁদের হাট। তবু ইউরোপের আকাশে বিবর্ণ পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরা দেয়নি এখনো। গত মৌসুমেও তারা বাদ পড়েছে শেষ ষোলো থেকে। আজ নিজেদের মাঠে প্রথম লেগে পিএসজি ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে অস্বস্তি নিয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

লিগ ওয়ানে সর্বশেষ আট ম্যাচে পিএসজির জয় মাত্র চারটি। বাদ পড়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। তাই অস্বস্তিটা ফুটে উঠল কোচ ক্রিস্তফ গালতিয়েরের কণ্ঠে, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমি উদ্বিগ্ন। চিন্তিত না হলেই বরং সেটা বিশেষ কিছু হতো। মোনাকোর বিপক্ষে আমাদের জয়ের মানসিকতাই ছিল না (সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে হার)। এমবাপ্পে খেলতে পারবে বলে আমার মনে হয় না। ওকে নিয়ে ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের পর লিগে খেলা আট ম্যাচে পিএসজি হেরেছে লেন্স, রেঁনে ও মোনাকোর কাছে। বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। গত দুই দিন অনুশীলনও করেছেন তারা। পিএসজি-বায়ার্নের উত্তেজক ম্যাচটি ছাড়াও আজ এসি মিলান মুখোমুখি হবে টটেনহামের। ২০১৩-১৪ মৌসুমের পর এবারই প্রথম নক আউটে খেলছে মিলান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ