দেশ-বিদেশ নিউজ ডেস্ক : লা লিগায় পিছিয়ে থাকলেও কোপা দেল রে’র শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। দুটি গোলই করেছেন ব্রাজিলীয় তারকা রদ্রিগো। এই টুর্নামেন্টে রিয়ালের ২০তম শিরোপা এটি। শিরোপা জেতার পরও আত্মতৃপ্তিতে থাকার সুযোগ নেই রিয়ালের। তাদের সামনে এখন আরো বড় চ্যালেঞ্জ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। মঙ্গলবার রাত ১টায় রিয়ালের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে শুরু হবে ম্যাচটি। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল। সেমিতে ম্যানসিটিকে পরাস্ত করেই ফাইনালে উঠেছিলেন করিম বেনজিমারা। এবার অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছে সিটি। সর্বশেষ ২০ ম্যাচে কোনো হার নেই তাদের।
কোপা দেল রে’র শিরোপা জয়ের পর ম্যানসিটির বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন আনচেলেত্তি। তিনি জানান, ‘এখন আমরা তাকিয়ে মঙ্গলবারের ম্যাচের দিকে। আমরা আত্মবিশ্বাসী হয়ে ম্যাচটি খেলতে নামব। আমি খুবই রোমাঞ্চিত। আরেকটি ফাইনালের খুব কাছে আমরা। সেই ফাইনাল খেলতে যা কিছু করা দরকার সব করব।’