1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের - DeshBideshNews
November 26, 2024, 2:50 am
 

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

  • Update Time : Sunday, July 16, 2023
  • 86 Time View
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। পরে শেষ টি-টোয়েন্টিতে ঠিকই জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ টি-টোয়েন্টির ফর্মটাকে নিগার সুলতানারা টেনে এনেছেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতেই ভারতকে ৪০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে গড়া হয়ে গেছে নতুন ইতিহাস। এটিই ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের মেয়েদের। সিরিজের প্রথম জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নারীরা।

মিরপুরে আজকের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭ রান।

এ ছাড়া সুলতানা খাতুন ১৬ ও ফাহিমা খাতুন ১২ রান করেন। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তার ও রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারত অল আউট হয়ে যায় ১১৩ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন দিপ্তি শর্মা। যস্তিকা ভাটিয়া ও আমানজট কৌর ১৫ রান করে করেন। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মারুফা আক্তার। ৩০ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ