দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর পরই ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। এরপর থেকে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চলছে সেলেসাওরা। ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিছু দিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেস জানান, নতুন কোচ হিসেবে আনচেলত্তি তার প্রথম পছন্দ। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন আনচেলত্তি।
২০২১ সালে দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ ক্লাব রিয়ালের কোচ হন আনচেলত্তি। তার কথায় স্পষ্ট যে, এখনো তার সবচেয়ে পছন্দের জায়গা রিয়ালই। রিয়ালে দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করে আনচেলত্তি বলেন, ‘এটা খুবই খোলামেলা একটি বিষয়। আমি এই গুঞ্জনে (ব্রাজিলে যাওয়ার) অবাক হয়েছি। (তবে) আমি এটা নিয়ে চিন্তিত নই। আমি যে বিষয়টিতে আগ্রহী তা হলো, এই ক্লাবের প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা পালন করা। সবকিছু বেশ পরিষ্কার। যতদিন ক্লাব আমাকে রাখবে, আমি এখানে থাকব। আমরা খুব ভালো করছি এবং সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ), ভক্ত ও খেলোয়াড়দের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই। ক্লাবে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে এবং কিছু শিরোপা জেতার চেষ্টা করার জন্য আমাদের হাতে আর দুই মাস সময় আছে।’
ব্রাজিলের মতো একটি বড় দল তার প্রতি আগ্রহ প্রকাশ করায় আনন্দিত হয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে ব্রাজিল জাতীয় দল আমাকে চায়। তবে আমার একটি চুক্তিকে সম্মান করতে হবে যেটা আমি নিজেই চাই। আমি ব্রাজিল জাতীয় দলের সভাপতিকে চিনি না। তবে তার সঙ্গে দেখা করতে ও কুশল বিনিময় করতে চাই।’