1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিসিবির ৯০০ কোটি বেড়ে এখন হাজার কোটিরও বেশি - DeshBideshNews
November 25, 2024, 9:21 am
 

বিসিবির ৯০০ কোটি বেড়ে এখন হাজার কোটিরও বেশি

  • Update Time : Thursday, January 12, 2023
  • 91 Time View
বিসিবির ৯০০ কোটি বেড়ে এখন হাজার কোটিরও বেশি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : দেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা এবং ক্রিকেটারদের দারুণ সব পারফরম্যান্সের ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগার নিয়মিতই ফুলে-ফেঁপে উঠছে। বিসিবিকে এখন বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হিসেবেও দাবি করা হয়। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির ৯০০ কোটি টাকার ফান্ডের কথা সবার জানা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ফান্ডের এখন কী অবস্থা?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত ৯ জানুয়ারি ‘নট আউট নোমান’-এ দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই ৯০০ কোটির ফান্ড বেড়ে হাজার কোটি ছাড়িয়ে গেছে। সঞ্চালক তাকে প্রশ্ন করেছিলেন, ‘৯০০ কোটি টাকা আছে বিসিবির, বলেছিলেন; সেটা কি এখন এক হাজার কোটি টাকা হয়েছে?’ জবাবে পাপন বলেন, ‘বেশিও থাকতে পারে।’

সেই সাক্ষাৎকারে বিসিবি সভাপতি দাবি করেন, একাডেমি তৈরি এবং বিভিন্ন স্তরের ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজনের জন্য জমি খোঁজা হচ্ছে। ঢাকার বাইরে মোট চার-পাঁচটা মাঠ কেনার কথা তিনি বলেছেন। এ ছাড়া পূর্বাচলে তৈরি করা হবে নতুন স্টেডিয়াম। এসব কাজেই বিসিবির বিশাল অঙ্কের সেই ফান্ডের অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন পাপন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ