1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা - DeshBideshNews
November 25, 2024, 4:40 am
 

বিশ্বচ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

  • Update Time : Sunday, December 18, 2022
  • 78 Time View

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ডানদিকে ঝাঁপিয়ে পড়া উগো লরিসের নাগালের বাইরে দিয়ে জড়ালো বল। গনজালো মনতিয়েল যেন হাফ ছেড়ে বাঁচলেন। জার্সি টেনে মুখ ঢেকে কান্না লুকাতে চাইলেন। প্রায়শ্চিত্ত করলেন তার কারণে ফ্রান্সের সমতা ফেরানো গোলে। হ্যান্ডবল করেছিলেন তিনি।

তাতে লিওনেল মেসির আজীবনের স্বপ্ন যে ভেঙেচুরে যেতে বসেছিল। ওই গোলেই পূরণ হলো তাদের অধিনায়কের আজীবন লালিত স্বপ্নের। উল্লাসে মাতলো গোটা লুসাইল স্টেডিয়াম। বিশ্ব চ্যাম্পিয়ন যে আর্জেন্টিনা! বিশ্ব সেরা মেসি। এমন শিহরণ জাগানো ম্যাচে ভাগ্যদেবী তার একমাত্র আক্ষেপ পূরণ করে দিলেন।

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে তারা প্রথম শট নেয়। ২৩তম মিনিটে এগিয়ে যায় মেসি বাহিনী। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি আসরে এটি মেসির ষষ্ঠ গোল। ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করেন আনহেল ডি মারিয়া। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল ধরে হুলিয়ান আলভারেস পাস দেন আলিস্তেরকে। তার পাস বক্সে বাঁ দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া।

বিরতির পর দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ করে যাচ্ছিল। ৬৪তম মিনিটে ডি মারিয়াকে তুলে আকুনিয়াকে নামান স্কালোনি। শেষদিকে ম্যাচে আসে নাটকীয় মোড়। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। পরের মিনিটেই এই তরুণ তারকার অসাধারণ এক গোলে ম্যাচে ফিরে সমতা। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান হুগো লরিস। ৯০ মিনিট ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মুহূর্তে একদম ফাঁকায় বল পেয়েও গোলবারের বাইরে মারেন লাউতারো মার্টিনেজ। ১০৮ মিনিটে আর্জেন্টিনার ত্রাতা হন মেসি। তার চোখ ধাঁধানো গোলে স্কোরলাইন হয় ৩-২। মেসির আলতো ছোঁয়া ঠেকিয়েছিলেন ফ্রান্সের এক ডিফেন্ডার, কিন্তু তখন তিনি ছিলেন গোলপোস্টের ভেতর! ১১৭ তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে আবারও ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময় ৩-৩ সমতায় শেষ হলে টাইব্রেকারে হয় শিরোপার ফয়সলা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ