1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বিশ্বকাপ শেষে টি ২০ থেকে অবসর নিবেন ওয়ার্নার - DeshBideshNews
November 25, 2024, 5:01 am
 

বিশ্বকাপ শেষে টি ২০ থেকে অবসর নিবেন ওয়ার্নার

  • Update Time : Wednesday, February 14, 2024
  • 135 Time View
বিশ্বকাপ শেষে টি ২০ থেকে অবসর নিবেন ওয়ার্নার

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে গতকাল নিজের শেষ আন্তর্জাতিক ইনিংসটি খেলেছেন ডেভিড ওয়ার্নার। এটা তার অবসর পরিকল্পনার অংশ ছিল। তবে ওয়ার্নার আবারও জানিয়েছেন, তিনি জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অস্ট্রেলিয়ার জার্সি তুলে রাখতে চান।

পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেন টেস্ট ও ওয়ানডে ছেড়ে দেওয়া ওয়ার্নার। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার জয়ের এই সিরিজে সেরা খেলোয়াড়ও হন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নারের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন কি না? এর উত্তরে অস্ট্রেলিয়ার ৩৭ বছর বয়সী বাঁহাতি ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, আমার ওখানেই শেষ।’ ওয়ার্নার এরপর বলেছেন, ‘এখন তরুণদের মেলে ধরার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে।’

গিলক্রিস্ট আরেকটু নিশ্চিত হতে ওয়ার্নারকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে আমরা কি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবারের মতো ডেভিড ওয়ার্নারকে দেখে ফেললাম?’ ওয়ার্নারের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের পর আইপিএলে খেলব এবং তারপর ক্যারিবিয়ানে যাব বিশ্বকাপে খেলতে…সেখানে সীমানা খুব বেশি বড় হবে না।’

পাকিস্তানের বিপক্ষে গত জানুয়ারিতে টেস্ট সিরিজ দিয়ে এই সংস্করণে ক্যারিয়ারের ইতি টানেন ওয়ার্নার। তখন ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে এটাও জানিয়ে রেখেছিলেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ‘প্রয়োজন হলে তাকে পাওয়া যাবে।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন ওয়ার্নার। এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ