দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। মুলতানে টসে জিতে প্রথমে ব্যাট করে নেপালের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। বাবর আজম ও ইফতিখার আহমেদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তান পেয়েছে ৩৪২ রানের বড় স্কোর।
ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো ছিল না। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার – ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ২১ রানে করণ কেসির বলে উইকেটরক্ষক আসিফ শেখকে ক্যাচ দেন ১৪ রান করা ফখর। আর রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার ইমাম (৫)। এরপর ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
৫০ বলে ৪৪ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে এই জুটি। পাঁচে নামা আঘা সালমানের ব্যাট হাসেনি আজ। তিনি সাজঘরে ফিরে গেছেন মাত্র ৫ রান করে। ১২৪ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন বাবর ও ইফতিখার আহমেদ।
পঞ্চম উইকেটে দুজনে গড়েন মাত্র ১৩১ বলে ২১৪ রানের বিধ্বংসী জুটি। ইনিংসের শেষ ওভারে বাবর আউট হন। সাজঘরে ফেরার আগে তিনি খেলেছেন ১৩১ বলে ১৫১ রানের জুটি। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১৪টি চার। আজ একটি রেকর্ডও গড়েছেন পাক দলপতি। ১৯টি ওয়ানডে শতক হাঁকাতে বাবরের লেগেছে ১০২ ইনিংস। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা ১৯টি সেঞ্চুরি পূরণ করেছিলেন ১০৪ ইনিংসে। আমলাকে টপকে নতুন রেকর্ড গড়লেন বাবর। ইফতিখার আহমেদ পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাত্র ৭১ বলে ৪টি ছক্কা ও ১১টি চারে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন ইফতিখার। ৫০ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৪২।