1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ - DeshBideshNews
November 24, 2024, 8:45 pm
 

ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

  • Update Time : Monday, June 5, 2023
  • 86 Time View
ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : কদিন আগেই এসি মিলানের সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভি বলেছিলেন, ‘এখনো অবসর নেওয়ার সময় হয়নি।’ এই কথার তিন দিন পরই ফুটবলকে বিদায় বলে দিলেন ৪১ বছর বয়সী এই আলোচিত ফুটবলার। রবিবার রাতে এসি মিলানের ঘরের মাঠ সান সিরোর দর্শকদের সামনে অবসরের ঘোষণা দেন ইব্রা। চলতি মৌসুমে সিরি ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে ভেরোনার মুখোমুখি হয়েছিল এসি মিলান।

চোটের কারণে ম্যাচে খেলেননি ইব্রা। ম্যাচের পরে ছিল বিশেষ একটি অনুষ্ঠান। যেখানে মিলানের খেলোয়াড় ও স্টাফরা ইব্রাকে মাঠে গার্ড অব অনার দেন। অবসর সম্পর্কে ইব্রা বলেন, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব এই ভয়ে থাকতাম এতো দিন। এখন বলব, আমি প্রস্তুত।’ ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইব্রাহিমোভিচ।

এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে। ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল করেছেন ইব্রা, জিতেছেন ৩২টি ট্রফি। এসি মিলানে দুই দফায় খেলেছেন তিনি, ১৬৩ ম্যাচ করেছেন ৯৩ গোল। ২০২০ সালে ইতালিয়ান ক্লাবটিতে ফিরে আসেন। গত বছর দলের সিরি ‘এ’ ট্রফি জয়ে ভূমিকা রাখেন। সুইডেনের হয়ে ইব্রার রয়েছে ৬২ গোল।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ