1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের - DeshBideshNews
November 25, 2024, 7:04 am
 

পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

  • Update Time : Wednesday, October 25, 2023
  • 101 Time View
পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের মেয়েদের ৮২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ এই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৩ বল হাতে রেখে। ছোট ছোট জুটিতে জয়ের কাজ সম্পূর্ণ করেছে বাংলাদেশ।

ওপেনিংয়ে ১২ রানের জুটি ভাঙে শামীমা সুলতানার রান আউটে। দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুনের সঙ্গে সোবহানা মোস্তারির ২১ রানের জুটি। সোবহানা ব্যক্তিগত ১৬ রানে উম্মে-ই হানির বলে আউট হন। এরপর মুর্শিদার ধীরগতির ইনিংসটি শেষ হয়েছে দলীয় ৫৭ রানে। ৪০ বলে ২৩ রান করেন এই ওপেনার। মুর্শিদার আউটের পর আরো ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এক প্রান্তে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ২৬ রান করেছেন নিগার।

ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছেন মূলত বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন তিনি। ৩.৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান ৫ উইকেট নিয়েছেন নাহিদা। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশ কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ১টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন বিসমাহ মারুফ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ