দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসের এখন ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করে হইচই ফেলে দিয়েছে। নতুন ক্লাবে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। সোমবার রাতে সৌদি আরবের রাজধানীতে পা রাখেন রোনালদো। রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আল এখবারিয়া টিভি এই খবর জানিয়েছে। শহরের একটি বিলাসবহুল হোটেলে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
বড় একটি দল নিয়ে রোনালদো রিয়াদে এসেছেন বলে ক্লাবের একজন অফিসিয়াল জানান, ‘সহকারীদের একটি বড় দল এনেছেন তিনি, তার সঙ্গে আছে ব্যক্তিগত নিরাপত্তা ফার্মের লোকজন।’টিভি সাক্ষাৎকারে তীব্র সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিতাড়িত হন রোনালদো। আরবীয় ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন তিনি। তাকে নিতে ২০ কোটি ইউরোর বেশি খরচ করেছে আল নাসের।
মঙ্গলবার রিয়াদে অবস্থিত ২৫ হাজার আসনের মরসুল পার্ক স্টেডিয়ামে রোনালদোর পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। গ্যালারিতে উপচে পড়া দর্শক থাকবে বলে কর্তৃপক্ষের আশা। নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। রোনালদোর চুক্তির পর তারা বলেছে, ‘রোনালদোর চুক্তি ইতিহাস তৈরির চেয়েও বেশি কিছু।’ সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আন্তর্জাতিক তারকাদের সঙ্গে চুক্তি করে ক্লাবের গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর থাকার কথা জানান। রোনালদোর চুক্তির মাধ্যমে প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেছে মনে করেন তিনি।