1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ধর্ষণের দায়ে দানি আলভেসের সাড়ে চার বছরের কারাদণ্ড - DeshBideshNews
November 25, 2024, 3:37 am
 

ধর্ষণের দায়ে দানি আলভেসের সাড়ে চার বছরের কারাদণ্ড

  • Update Time : Thursday, February 22, 2024
  • 119 Time View
ধর্ষণের দায়ে দানি আলভেসের সাড়ে চার বছরের কারাদণ্ড

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল দানি আলভেস। আজ বৃহস্পতিবার বার্সেলোনার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং তিনজন নিয়ে গঠিত বিচারক প্যানেল তাকে ৪ বছর ৬ মাসের জন্য কারাদণ্ড দেয়।

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দানি আলভেস। শাস্তি হিসেবে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ স্পেনের একটি আদালত আলভেসের বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা দেন। ২০২২ সালের ডিসম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে ২৩ বছর বয়সী একট তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অপরাধে এই শাস্তি পেতে হলো আলভেসকে।

কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে ব্রাজিলের এই রাইট ব্যাককে। দেড় লাখ ইউরো জরিমানা দিতে হবে তাকে। এই অর্থ পাবেন নিপীড়নের শিকার হওয়া সেই নারী। আলভেজের শাস্তির রায়ে স্পেনের আদালত বলেন, ‘ভুক্তভোগীর সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

২০২৩ সালের ২০ জানুয়ারি থেকেই কারাগারে আছেন আলভেস। নিজের পাসপোর্ট স্প্যানিশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া ও সব সময় একটি ট্র‍্যাকার পড়ে ঘুরবেন এমন শর্ত দেওয়ার পরও তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। সাবেক এই বার্সেলোনা তারকার বিরুদ্ধে নয় বছরের কারাদণ্ড ও সঙ্গে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা শাস্তি হিসেবে আরোপ করার দাবি করেছিল অভিযোগকারী পক্ষ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ