দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গন্তব্য এখন চট্টগ্রাম। বন্দরনগরীতে বিপিএলের ম্যাচ মাঠে গড়াবে আগামী পরশু থেকে। তার আগে গতকাল থেকে দলগুলো চট্টগ্রাম যাওয়া শুরু করেছে। আজ চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস।
বাসে অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটার, কোচিং স্টাফ কিংবা অন্য কোনো সদস্য ছিলেন না। ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনা ঘটে সীতাকুণ্ডে। লরির ধাক্কায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য ঢাকা ছাড়বে আজ বিকেল ৪টার ফ্লাইটে। চট্টগ্রাম পর্বে চার ম্যাচ খেলবে তারা। আগামী পরশু প্রথম দিন তাদের প্রতিপক্ষ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ানস।
ঢাকা পর্বের শেষটা অবশ্য ভালো হয়নি চট্টগ্রামের। কাল রংপুর রাইডার্সের কাছে ৫৩ রানে হেরেছে তারা। আট ম্যাচে চট্টগ্রামের পাঁচ জয় ও তিন হার। দশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।