1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
দীর্ঘ পাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল - DeshBideshNews
November 26, 2024, 2:38 am
 

দীর্ঘ পাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • Update Time : Thursday, July 13, 2023
  • 85 Time View
দীর্ঘ পাঁচ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এ যেন এক আক্ষেপ জাগানিয়া জয়। আক্ষেপের কারণটা পাঠকের অজানা নয়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ বৃহ্স্পতিবার আগের চেয়েও বড় লক্ষ্য তাড়া কারে জিতে গেছে নিগার সুলতানার দল।

দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে সিরিজ থাকতে বাংলাদেশের। তবু ৪ উইকেটের এই জয় বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করল।
বাংলাদেশের মেয়েরা সর্বশেষ ভারতীয় নারী দলকে হারিয়েছিল ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে। সেবার দেশকে প্রথম কোনো ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা এনে দিয়েছিল মেয়েরা। আজ মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১০২ রান তোলে ভারত। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা ধুঁকেছে। ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমনপ্রীত কাউর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান জেমিমা রদ্রিগেজের।

৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খাতুন, ২টি নিয়েছেন সুলতানা খাতুন।
রান তাড়ায় নেমে ১৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। মিনু মনির বলে ফিরেন ওপেনার সাথি রানি (১০) এবং তিনে নামা দিলারা আক্তার (১)। এরপর ৪৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন শামীমা সুলতানা (৪২) এবং অধিনায়ক নিগার সুলতানা (১৪) দেবিকা বিদ্যার বলে নিগার আউট হতেই ফের বিপত্তি।

২৩ রানের মধ্যে নেই আরও ৪ উইকেট! অনেকেই যখন বাংলাদেশের পরাজয় দেখছিল, তখনই ৭ম উইকেটে ১৮* রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিতু মনি (৭*) আর নাহিদা আক্তার (১০*)। ১০ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন শামীমা সুলতানা, সিরিজসেরা হারমনপ্রীত কাউর।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ