1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
টি-টোয়েন্টি ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে: শান্ত - DeshBideshNews
November 24, 2024, 4:25 pm
 

টি-টোয়েন্টি ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে: শান্ত

  • Update Time : Thursday, June 13, 2024
  • 82 Time View
টি-টোয়েন্টি ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে: শান্ত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় তারকা হিসেবে সাকিব আল হাসানের নাম নেয়াই যায়। ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করেছেন। মাঝে খারাপ পারফরম্যান্সের জন্য হয়েছেন সমালোচিত। তবে সেখান থেকে ফিরেও এসেছেন বারবার।

সবশেষ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল দুই জায়গায়ই পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। লম্বা সময় ধরে নেই স্বাভাবিক ছন্দে। চোখের সমস্যায় ভুগছেন। ব্যাটিং স্টান্স বদল করেও সাফল্য আসেনি। শর্ট বলে ভুগছেন গত ১ বছর ধরেই।

আর দলের হয়ে পারফর্ম না করায় স্বাভাবিকভাবেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সাকিব। ভক্ত-সমর্থকরা নিজেদের একাদশেও দেখছেন না তাকে। তবে বাংলাদেশ দল অবশ্য তেমনটা কিছুই ভাবছে না। গতকাল নেদারল্যান্ডস ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেখানে সাকিবকে নিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’

চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিং এমন অবস্থা, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।’

শান্ত অবশ্য মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে দুই-চার ইনিংস খারাপ যেতেই পারে, ‘এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ