দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এর পরই ছন্দ হারিয়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। কদিন আগে এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হারল কার্লো আনচেলত্তির দল।
যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। স্ট্রাইকার ময়েজে কিন গোলটি করেন। এর পর ম্যাচের ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিমোথি উইয়াহ। ৩৮তম মিনিটে গোল করে ব্যবধান কমান রিয়ালের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে রিয়াল। তবে আর কোনো গোল করতে পারেননি আনচেলত্তির শিষ্যরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।