দেশ বিদেশ ডেস্ক : ১৯৭১ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেট ফরম্যাট শুরু হয়েছিল। বাংলাদেশের তখনো ক্রিকেটে সঙ্গে সেভাবে সখ্যতা গড়ে ওঠেনি। ১৯৮৬ সালের ৩১ মার্চ ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয় টাইগারদের নাম। এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে লাল-সবুজের প্রতিপক্ষ পাকিস্তান। গাজী আশরাফ হোসেন লিপুর দল ওয়ানডে অভিষেকের ম্যাচটি হেরেছিল ৭ উইকেটে।
আজ বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলবে। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে। ওয়ানডেতে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে গাজী আশরাফ হোসেন লিপুর দল হেরেছিল ৭ উইকেটে। ২০০২ সালে বাংলাদেশ ৫০তম ম্যাচও খেলেছিল সেই পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে খালেদ মাসুদের দল হেরেছিল ৮ উইকেটে। বাংলাদেশ শততম ওয়ানডে খেলে ২০০৪ সালে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ঢাকায় প্রথমবার ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ।
বুধবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অনেক পরিকল্পনাই করে রেখেছেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপের জন্য আত্মবিশ্বাস নিতেও এই ম্যাচ জেতা প্রয়োজন বলে মনে করছেন তারা।
সেই লক্ষ্যে আজ শেষ ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া মোহাম্মদ নাঈমকে। ওদিকে পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে একাদশে যোগ করা হতে পারে নাঈমের সঙ্গে উড়িয়ে নেওয়া এবাদত হোসেনকে। পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় শেষ ম্যাচেও হাসান মাহমুদকে দেখা যেতে পারে। নাজমুল হোসেন শান্ত আজও নামতে পারেন ওয়ান ডাউনে।