1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা - DeshBideshNews
November 26, 2024, 3:43 am
 

জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

  • Update Time : Tuesday, July 11, 2023
  • 82 Time View
জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারের হস্তক্ষেপের জেরে গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করেছিল ফিফা। এবার বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের ড্রয়ের ঠিক আগে বড় স্বস্তি ফিরল জিম্বাবুয়ের ফুটবলে। শর্তসাপেক্ষে গত দেড় বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এর ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে জিম্বাবুয়ে অংশ নিতে পারবে।

ফিফার নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলির ফেডারেশনে কোনো রকম সরকারি হস্তক্ষেপ থাকা চলবে না। কিন্তু সরকার থেকে প্রাপ্ত অর্থ যথাযথ ব্যবহার না করায় ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত করে দিয়েছিল ‘স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন।’ এটি জিম্বাবুয়ের সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা। যে কারণে জিম্বাবুয়ের ফুটবল নিষিদ্ধ করে ফিফা।

নিষেধাজ্ঞা থাকায় ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে। এবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন স্থানীয় প্রশাসক লিঙ্কন মুতাসা। এই কমিটির কাজ হবে ফিফার বিধি অনুযায়ী জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচনী বিধি পর্যালোচনা করা, যাতে অ্যাসোসিয়েশনের কংগ্রেসে তা গ্রহণযোগ্য হয়। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে অংশ নেবে জিম্বাবুয়ে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ