1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালে ভারত - DeshBideshNews
November 24, 2024, 8:08 pm
 

জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালে ভারত

  • Update Time : Sunday, November 6, 2022
  • 94 Time View
জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালে ভারত

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গ্রুপপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। এরপর জিম্বাবুয়েকে ১৭.২ ওভারে গুঁড়িয়ে দেয় ১১৫ রানে। ৭১ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল ভারত। ৫ ম্যাচের ৪টিতে জিতে ভারতের সংগ্রহ এখন ৮ পয়েন্ট। গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বাংলাদেশকে হারিয়ে ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গী হয়েছে পাকিস্তান। সেমিফাইনালে বুধবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপের মুখে শুরু থেকেই ধুকতে থাকে জিম্বাবুয়ে। উইকেট হারাতে থাকে নিয়মিত। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে উল্লেখ করার মতো রান পান কেবল সিকান্দার রাজা ও রায়ান বার্ল। রাজা ২৪ বলে ৩ চারে করেন ৩৪ রান। আর বার্ল ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন বার্ল। এছাড়া ক্রেইগ আরভিন ১৩ ও শন উইলিয়ামস ১১ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১১ রান। বল হাতে ভারতের রবীচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া।

তার আগে টসে জিতে ব্যাট করতে নামা ভারতের হয়ে লোকেশ রাহুল ফিফটি করেন। আর সূর্যকুমার যাদব চালান তাণ্ডব। রাহুল ৩৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে আউট হলেও সূর্য ছিলেন অপরাজিত। তিনি ২৫ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। এর মধ্য দিয়ে এক পঞ্জিকাবর্ষে হাজার রান করার মাইলফলক পার করেন। বিশ্বের দ্বিতীয় এবং প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়লেন সূর্যকুমার। এছাড়া বিরাট কোহলি ২৬ ও হার্দিক পান্ডিয়া ১৮ রান করেন। তাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে ভারত।

জিম্বাবুয়ের সাতজন বোলার এদিন হাত ঘোরান। তার মধ্যে শন উইলিয়ামস ২ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা হয় সূর্যকুমার যাদব।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ