1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ ম্যানসিটি-ইন্টার মিলান - DeshBideshNews
November 25, 2024, 10:39 pm
 

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ ম্যানসিটি-ইন্টার মিলান

  • Update Time : Saturday, June 10, 2023
  • 84 Time View
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ ম্যানসিটি-ইন্টার মিলান

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের শিরোপা জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে দলটির সামনে ‘ট্রেবল’ জয়ের হাতছানি দিচ্ছে। আজ শনিবার (১০ জুন) দিনগত রাত ১টায় তুরস্কের ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের মহারণে নামছে পেপ গার্দিওলার শিষ্যরা।

সামগ্রিক বিবেচনায় এই দ্বৈরথে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে এগিয়ে রাখার সুযোগ নেই। কারণ যেভাবে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে আধিপত্য দেখিয়েছে সিটিজেনরা, তাতে শিরোপা জয়ের অন্যতম দাবিদার তাদেরই ভাবা হচ্ছে। এর আগে ৩ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মিলান। চতুর্থ চারের অপেক্ষায় নেরাজ্জুরিরা। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি সিটিজেনদের সামনে।

ফুটবল ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুটি ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে এখন গার্দিওলা। সিটি গত ১২ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তুলেছে সাতবার। তাঁর অধীনেই পাঁচবার। বিশ্বে যে লিগটাকে ধরা হয় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, গার্দিওলার অধীনে ম্যানচেস্টারের নীল বাহিনী সেই শিরোপাই এমন নিয়মিত ঘটনা বানিয়ে ফেলেছে। সেখানে ইন্টারের এই আসরের ফাইনালে উঠে আসা মোটেও ফেভারিট হিসেবে নয়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ