1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চীনের বিমানবন্দরে মেসিকে দুই ঘণ্টা আটকে রেখেছিল পুলিশ! - DeshBideshNews
November 25, 2024, 10:21 pm
 

চীনের বিমানবন্দরে মেসিকে দুই ঘণ্টা আটকে রেখেছিল পুলিশ!

  • Update Time : Tuesday, June 13, 2023
  • 83 Time View
চীনের বিমানবন্দরে মেসিকে দুই ঘণ্টা আটকে রেখেছিল পুলিশ!

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে লিওনেল মেসির আর্জেন্টিনা দল এখন চীনের বেইজিংয়ে অবস্থান করছেন। ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে চীনে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু চীনে পা রেখেই এক বিড়ম্বনায় পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বেইজিংয়ের বিমানবন্দরে তাকে দুই ঘণ্টার মতো আটকে রেখেছিল পুলিশ! মেসির একটা ভুল থেকেই এই ঝামেলার সূত্রপাত। সাধারণ যাত্রীদের মতো এই মহাতারকাকেও অভিবাসন ডেস্কে পাসপোর্ট দেখাতে হয়েছে। কিন্তু মেসির কাছে ছিল স্প্যানিশ পাসপোর্ট। যে কারণে তাকে চীনে প্রবেশের অনুমতি দেয়নি স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষ।

মেসি ভেবেছিলেন, স্প্যানিশ পাসপোর্ট নিয়ে যেহেতু তাইওয়ানে বিনা ভিসায় প্রবেশ করা যায়; সেহেতু চীনেও প্রবেশ করা যাবে। কিন্তু স্প্যানিশ পাসপোর্টে বিনা ভিসায় চীনে প্রবেশের অনুমতি নেই। তবে আর্জেন্টিনার পাসপোর্ট থাকলে তিনি বিনা ভিসায় চীনে প্রবেশ করতে পারতেন। মেসি মহাতারকা হলেও তাকে আটকে দেয় পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’ জানাচ্ছে, ঘণ্টা দুয়েকের মতো মেসিকে বিমানবন্দরে বসে থাকতে হয়। ওই সময়ের মধ্যে দুই দেশের কর্মকর্তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করলে মেসি চীনে প্রবেশের অনুমতি পান। চীনের গণমাধ্যমের সূত্রে ‘ডেইলি মেইল’ এই সংবাদ প্রকাশ করার পর ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, মেসির মতো মহাতারকার সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আবার অনেকের মত, আইন সবার জন্যই সমান হওয়া উচিত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ