দেশ-বিদেশ নিউজে ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার রাতে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে গিনিকে ৪-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। কালো জার্সি পরিধান করে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমার্ধে খেলেছে কালো জার্সি পরে, দ্বিতীয়ার্ধে হলুদ জার্সিতেই ফিরে গিয়েছিল ব্রাজিল।
চার গোলের একটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকার সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদেই এই ম্যাচে কালো জার্সি পরে খেলতে নেমেছিল ব্রাজিল। ভিনি ছাড়াও গোল পেয়েছেন মিডফিল্ডার জুয়েলিংটন, ডিফেন্ডার এডার মিলিটাও ও ফরোয়ার্ড রোদ্রিগো। গিনির হয়ে একমাত্র গোলটি করেন গুইরাসি। ম্যাচের ২৭তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন জুয়েলিংটন। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোদ্রিগো। তবে ৩৬তম মিনিটে একটি গোল পরিশোধ করে গিনি। বিরতি পর ম্যাচের ৪৭তম মিনিটে এডার মিলিটাও গোল করে ব্রাজিলকে ৩-১ গোলে এগিয়ে দেন।
৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের ৪-১ গোলের জয় নিশ্চিত ভিনিসিয়ুস। কাতার বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে অঘটনের শিকার হয়েছিল ব্রাজিল। মরক্কোর কাছে হারতে হয়েছিল ২-১ গোলে। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের সাড়ে ৬ মাস পর ফের জয়ের দেখা পেল ব্রাজিল।