দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন বিরাট কোহলি। একই সঙ্গে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন শ্রেয়াস আয়ার। এই দুই ব্যাটারকে বাদ দিয়েই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত।
শনিবার (১০ ফেব্রুয়ারী) ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। আগেই ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোও খেলবেন না কোহলি।
এর আগে সিরিজের প্রথম দুই টেস্টের হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন কোহলি। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তিনি। উল্লেখিত কারণে এই প্রথম ঘরের মাঠের পুরো সিরিজ মিস করছেন কোহলি।
সে সময় বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানায়। এই সমযে কোহলিকে সব ধরনের সমর্থন দিচ্ছে বোর্ড। কোহলি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের যোগাযোগ করেছেন। দেশের প্রতিনিধিত্ব করা এবং নিজের ব্যক্তিগত প্রতিশ্রুতির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
স্কোয়াডে আছে এক নতুন মুখ। তিনি হলেন, বাংলার স্পিডস্টার খ্যাত আকাশ দিপ। সম্প্রতি ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম শ্রেণির খেলায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় ম্যাচ। এর আগের দু্টি ম্যাচে ১-১ সময় শেষ করেছে ভারত-ইংল্যান্ড